প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলায় কবে এসআইআর হবে, তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। তবে পশ্চিমবঙ্গে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর হচ্ছে, তাতে একপ্রকার সকলেই নিশ্চিত। এমনকি তৃণমূল কংগ্রেসের নেতারাও এই এসআইআরের বিরুদ্ধে বিভিন্ন হুমকি, হুঁশিয়ারি দিলেও, তারাও খুব ভালো মতই জানে যে, পশ্চিমবঙ্গে এবার এই এসআইআর হতে চলেছে। আর এই এসআইআর হলে যে তাদের অবৈধ ভোটব্যাংক ধ্বংসের মুখে পড়বে, সেটা বুঝতে পেরেই তৃণমূলের নেতাদের এত ছটফটানি বলে কটাক্ষ করছে বিজেপি। আর এসবের মধ্যেই এসআইআর নিয়ে পাওয়া গেল বড় আপডেট।
অনেকেই এতদিন বলাবলি করেছেন যে, শুধুমাত্র এসআইআরের প্রস্তুতি নিয়েই খবর আসছে। কিন্তু পাকাপাকি ভাবে এসআইআর কবে হবে, সেই সংক্রান্ত খবর কেন পাওয়া যাচ্ছে না! অনেকেই বলতে শুরু করেছিলেন যে, এই মাসে নয়, আগামী মাসে অর্থাৎ নভেম্বরে এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত পাওয়া যে খবর সামনে এসেছে, তাতে চলতি মাসেই এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন বলে জানা যাচ্ছে।
বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, দিল্লিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই দিনের বিশেষ বৈঠক হয়েছে। যেখানে বাংলার সিইও উপস্থিত ছিলেন। আর সেখানেই বাংলার সিইওকে নিয়ে আলাদা করে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন বলে খবর। আর তারপরেই এসআইআর নিয়ে সামনে এসেছে আরও বড় আপডেট। জানা গিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বাংলায় এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। আর সেই ব্যাপারে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিইওকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই চলতি মাসেই শেষ পর্যন্ত এসআইআরের বিজ্ঞপ্তি জারি হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।