প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় ভারতকে নিয়ে বিদেশের মাটিতে চর্চা হতো। এমনকি ভারত থেকে যারা বিদেশে যেতেন, তারা সকলেই বিদেশের অত্যাধুনিক প্রযুক্তি থেকে শুরু করে রেলের উন্নয়ন দেখে মনে মনে বলতেন যে, যদি এমন অত্যাধুনিক ব্যবস্থা ভারতে থাকতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে আর বিদেশের কথা ভেবে ভারতের মানুষকে কষ্ট পেতে হয় না বা অনুশোচনা করতে হয় না। এখন নিজে থেকেই মাথা উঁচু করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ভারত। রেল মানচিত্রের উন্নয়নে ভারতের অগ্রগতি এখন চোখে পড়ার মত। এতদিন বন্দে ভারত ট্রেন হয়েছে, কিন্তু স্লিপার ট্রেন হয়নি। তবে আজ মালদহ থেকে সেই স্লিপার বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই বক্তব্য রাখতে গিয়ে এক সময় দেশের মানুষ বিদেশকে দেখে যে অনুশোচনা করতেন, এখন আর সেই অনুশোচনা যে হয় না এবং মানুষের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন যে পূরণ হতে শুরু করেছে, তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী।

আজ মালদহের মাটি থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ঐতিহাসিক সন্ধিক্ষণ তো বটেই, গোটা রাজ্যের কাছে অত্যন্ত গর্বের বিষয়। সরাসরি এই ট্রেন পৌঁছে যাবে গুয়াহাটিতে। আর সেই ট্রেনের শুভ সূচনা করতে গিয়েই দীর্ঘদিনের স্বপ্ন পূরণের কথা উঠে এলো প্রধানমন্ত্রীর বক্তব্যে। বিদেশের উন্নয়ন দেখে এক সময় দেশের মানুষের মনে যে একরাশ প্রত্যাশা ছিলো, এবার সেই প্রত্যাশা যে পূরণ হচ্ছে, সেই কথা তুলে ধরলেন নরেন্দ্র মোদী।

এদিন মালদহে বন্দে ভারত স্লিপার ট্রেন সহ আরও একাধিক ট্রেনের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই বন্দে ভারত দেশে তৈরি দেশের মানুষের শ্রম রয়েছে। মা কালী আর মা কামাখ্যার ভূমিকে জুটছে এই বন্দে ভারত। দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এটি। আগামী দিনে আরও বিস্তার হবে। অদ্ভুত আনন্দ হয়েছে। আগে ছবিতে বিদেশের ট্রেন দেখে বলতাম, এমন ট্রেন যদি ভারতে হতো। এখন ভারতে তা বাস্তবায়িত হচ্ছে‌। এখন বিদেশীরা ভারতের ট্রেনের ভিডিও তৈরি করে পোস্ট করেন।”