প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যে মহিলাদের নিরাপত্তা বলতে কিছু নেই, তা আরজিকর কান্ডের পর সম্প্রতি দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের ঘটনার সামনে আসার পরেই স্পষ্ট হয়ে গিয়েছে। তবে সেই ঘটনার পর যখন নিন্দায় মুখর হচ্ছেন রাজ্যবাসী, যখন প্রতিবাদ শুরু হয়েছে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রাত্রিবেলা কেন মহিলারা বাইরে বেরোতে পারবেন না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আর মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য নিয়েই এবার খড়্গপুরের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধানকে হীরক রানী বলে কটাক্ষ করলেন তিনি।
প্রসঙ্গত, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের ঘটনা সামনে আসার পরেই এই রাজ্য জুড়ে আবার প্রতিবাদ শুরু হয়েছে। সকলের একটাই প্রশ্ন যে, মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কেন বারবার এই রাজ্যে মা-বোনেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে? কিন্তু এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও, অন্য রাজ্যের কাছে বাংলার মান সম্মান প্রশ্নের মুখে পড়ে যাওয়ার পরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুশোচনা বলতে কিছু নেই? অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। উল্টে মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা তাদের নিজেদেরই নিতে হবে বলে যে মন্তব্য করেছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর সেই বিষয়টি তুলে ধরেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা।
এদিন খড়গপুরের বিজয়া সম্মেলনীর মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যে মন্তব্য, তা নিয়ে গর্জে ওঠেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “দুর্গাপুরে ওড়িশা এক কন্যাকে গণধর্ষণ করা হলো। মুখ্যমন্ত্রী বেড়াতে গিয়েছিলেন দার্জিলিংয়ে। তিনি বললেন, রাত্রে বেরোনো উচিত নয়। আপনি কোনোদিন শুনেছেন এই ধরনের কথা? তাহলে লকডাউনের মত সূর্য ডুবে গেলে সব বন্ধ করে দিন আপনি। সেই জন্যই তো আপনাকে লোকে হীরক রানী বলে। এটা কোনো মুখ্যমন্ত্রী ভাষা? বলছে, মেয়েদের সুরক্ষা মেয়েরা নিজেরা বুঝে নাও। হাত তুলে নিলেন আপনি। এরপরেও বলবেন, বাংলার মেয়েকে আবার চাই।”