প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে রাজ্যে প্রায় সাড়ে আট বছর পর হচ্ছে এসএসসি পরীক্ষা। তবে যারা যোগ্য, তাদের আবার কেন পরীক্ষায় বসে নিজেদের মেধা প্রমাণ করতে হবে, সেই প্রশ্ন রয়েছে। তবে এর পেছনে যে রাজ্য সরকারের দপদার্থতা এবং দুর্নীতি সব থেকে বেশি দায়ী, তা নিয়ে বারবার করে সোচ্চার হচ্ছে বিরোধীরা।
ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে যে, রাজ্য সরকার এই নিয়োগের ক্ষেত্রে চুরি করেছে। অন্তত তেমনটাই বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আর রাত পোহালেই যখন এসএসসি নবম, দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক তার আগেই গোটা ব্যবস্থা সম্পর্কে গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
বলা বাহুল্য, রাত পেরোলেই আবার এসএসসি পরীক্ষা। তবে যোগ্যদের মধ্যে একটাই প্রশ্ন যে, তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে? আর সেই বিষয় নিয়ে প্রশ্ন করতেই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এদিন সুকান্ত মজুমদার বলেন, “একটা দুর্নীতিবাজ, ধান্দাবাজ সরকার। যারা এই ২৬ হাজার চাকরি প্রার্থীকে একটা বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছেন। যাদের মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি আছে। শিক্ষকরা আছে। আর রাজ্য সরকারের কাছে ১৮০৬ জনের তালিকা আছে। এসএসসিই বলছে, রাজ্য সরকার চুরি করেছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের আবার পরীক্ষায় বসা, এটা অন্যায় হচ্ছে। শুধুমাত্র রাজ্য সরকারের হঠকারিতার জন্য এই শিক্ষকদের বারবার পরীক্ষা দিতে হচ্ছে, সীতার অগ্নিপরীক্ষার মত।”