প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
ফের অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। সেখানে যে ইউনুসের প্রশাসন রয়েছে, তারা যে এত অমানবিক হতে পারে, তারা যে এত স্বেচ্ছাচারী হতে পারে, তারা যে একটি সম্প্রদায়ের মানুষকে যেখানে সংখ্যালঘুরা প্রতিনিয়ত হেনস্থার স্বীকার হচ্ছেন, তারপরেও তাদের নিরাপত্তা দিতে পারে না, তা দিনের আলোর মত স্পষ্ট হয়ে যাচ্ছে। এর আগেও শেখ হাসিনাকে সেই বাংলাদেশ থেকে বিতাড়িত করার সময় ধ্বংসাত্মক আন্দোলন লক্ষ্য করা গিয়েছিল। আর আবার কিছু মানুষ একেবারে হিন্দুদের শেষ করার জন্য যে বৃহত্তর চক্রান্ত শুরু করেছে, যে ধ্বংসাত্মক আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছে, তা দেখে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন সেখানকার সংখ্যালঘুরা।

ইতিমধ্যেই বাংলাদেশে ফের অশান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এক বছরের কিছু সময় আগে বাংলাদেশে যে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল, ফের কি তার পুনরাবৃত্তি হতে চলেছে? সংবাদপত্রের অফিস থেকে শুরু করে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে বলে খবর। যেখানে বাংলাদেশের রাস্তায় অগ্নিকাণ্ড থেকে শুরু করে ইট, পাথর ছোঁড়া হচ্ছে। তবে এর মধ্যেই পাওয়া গেল আরও বিভীষিকাময় খবর। যেখানে ময়মনসিংহের এক হিন্দু যুবককে রীতিমত পিটিয়ে খুন করার পর তাকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে ইতিমধ্যেই বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ময়মনসিংহ জেলায় এক হিন্দু যুবককে রীতিমতো পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর তারপরেই সেই হিন্দু যুবককে প্রকাশ্য রাস্তায় একেবারে জ্বলন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই নৈরাজ্যের বাংলাদেশ কবে শান্ত হবে, কবে বাংলাদেশে ফের ফিরবে শান্তির বাতাবরণ, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। এমনিতেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা রীতিমত প্রতিমুহূর্তে প্রাণভয় নিয়ে থাকেন। তবে আবার কিছু মানুষ যেভাবে অরাজকতা তৈরি করেছে, যেভাবে সংখ্যালঘু হিন্দুদের শেষ করার খেলায় নেমেছে, তাতে চিন্তিত এপারের হিন্দুরাও।