প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে একের পর এক অনিয়মের চিত্র সামনে আসছে। যার ফলে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে সাধারণ নিরীহ মানুষদের। সম্প্রতি বীরভূমের নলহাটিতে বাহাদুরপুরে পাথর খাদানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেখানে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর সেই ঘটনা নিয়ে অনেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিয়ে তদন্তের দাবি জানাচ্ছেন। তবে সেই তদন্তের কথা বলার পাশাপাশি যেভাবে একের পর এক মানুষের প্রাণ চলে যাচ্ছে এই রাজ্যে, এবার তা নিয়েই গভীর সমস্যার কথা উত্থাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এদিন নলহাটিতে পাথর খাদানে শ্রমিকদের মৃত্যু নিয়ে সুকান্ত বাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যদি এখানে কোনোরূপ বিস্ফোরক থেকে থাকে এবং তার ফলে মৃত্যু হয়, তাহলে এনআইএ তদন্ত হতে পারে। কিন্তু যে ছয়জনের জীবন চলে গেল তাতে তো এটা বোঝা যাচ্ছে যে, কোনো বৈধ উপায়ে পশ্চিমবঙ্গের রোজগারের কোনো জায়গা নেই। কিছু মানুষ অবৈধ পায়ে মাথায় কয়লা, বালি, পাথর নিয়ে রোজগার করছে। রাজ্যের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। শুধুমাত্র দান, খয়রাতি করতেই ব্যস্ত রাজ্য সরকার।”
বিশেষজ্ঞরা বলছেন, সুকান্ত মজুমদারের এই বক্তব্য অত্যন্ত গঠনমূলক বক্তব্য। সত্যিই তো তাই। এই রাজ্যের বুকে বৈধ উপায়ে কাজ কোথায়? কেন শ্রমিকদের এইভাবে প্রাণ বিসর্জন দিতে হবে! তাহলে কি অবৈধ কিছু চলছিল সেখানে? যার ফলে এতগুলো শ্রমিকের প্রাণ চলে গেল! আর যাদের প্রাণ গেল, তার জন্য কেন দায় নেবে না রাজ্য প্রশাসন? কেন সুষ্ঠুভাবে এই রাজ্যে রুজি রোজগার করে জীবন ধারণ করতে ব্যর্থ হবেন সাধারণ জনতা? সুকান্ত মজুমদারের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।
