প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যারাই শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ করবে, তাদেরকেই পুলিশ দিয়ে কিভাবে হেনস্থা করতে হয়, তা খুব ভালোমতই জানে এই রাজ্যের সরকার। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিবাদীদের কণ্ঠরোধ করার ক্ষেত্রে তেমনটাই অভিযোগ করেছে বিরোধীরা। কিছুদিন আগেই এসএসসি ভবন অভিযানের দিন প্রতিবাদী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে যেভাবে আটক করা হয়েছিল, তা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল রাজ্য জুড়ে। ইতিমধ্যেই এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এবং চাকরি ফেরতের দাবি নিয়ে আজ ফের এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর সেই অভিযানের আগেই কি ফের গ্রেপ্তারির ছক শুরু করে দিলো পুলিশ?
প্রসঙ্গত, আজ ফের যোগ্য চাকরিহারাদের একটি মঞ্চের পক্ষ থেকে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। কিন্তু তার আগেই সাত সকালে এলো বড় খবর। যেখানে আবারও প্রতিবাদী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়ির আশেপাশে পুলিশ ঘুরছে বলে অভিযোগ করলো তার পরিবার। ইতিমধ্যেই সুমন বিশ্বাসের ভাইয়ের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে?
সূত্রের খবর, ইতিমধ্যেই হুগলিতে সুমন বিশ্বাসের বাড়ির আশেপাশে পুলিশ ঘুরছে বলে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ করেছেন সুমন বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস। আর পুলিশ তার বাড়ির আশেপাশে রয়েছে, এই আশঙ্কায় ইতিমধ্যেই বাড়িছাড়া রয়েছেন প্রতিবাদী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। কেননা এর আগেও এসএসসি ভবন অভিযানের দিন এই সুমন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছিল। স্বাভাবিকভাবেই আজকেও সেই আন্দোলনকে বানচাল করতে এবং বাকি আন্দোলনকারীদের ভয় দেখাতেই কি এই প্রতিবাদী শিক্ষককে গ্রেফতার করার চেষ্টা? আর সেই কারণেই কি তার বাড়ির আশেপাশে পুলিশ ঘুরছে? সুমন বিশ্বাসের ভাইয়ের পক্ষ থেকে যে অভিযোগ করা হলো, তারপর এই সমস্ত প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।