প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এবার উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির জেরে জল জমেছে বিভিন্ন জেলার নদীগুলিতে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও বন্যার আশঙ্কায় রয়েছেন জনসাধারণ। ইতিমধ্যেই বালুরঘাটের আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তা বাড়ছে। আর তার মধ্যে গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে তৈরি হয়েছে বিপদজনক পরিস্থিতি। বাড়িতে জল ঢুকতে শুরু করেছে। আর আজ বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পৌঁছে গেলেন বন্যা কবলিত এলাকায়।

প্রসঙ্গত, গতকালই খবর আসে যে, গঙ্গারামপুরের পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে তৈরি হয়েছে ভয়ংকর পরিস্থিতি। ইতিমধ্যেই সাধারণ মানুষরা বাড়িঘর ছেড়ে কোথায় যাবেন, তা নিয়ে তারা চিন্তায় পড়ে গিয়েছেন। আর এই পরিস্থিতিতে আজ সেই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। যেখানে গঙ্গারামপুর বিধানসভার যদুবাটি সুতাইল অঞ্চলে পৌঁছে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি। শুধু তাই নয়, সাধারণ মানুষদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক বছরই বন্যার জলে দক্ষিণ দিনাজপুর জেলার নীচু এলাকা গুলো আগে প্লাবিত হতে শুরু করে। তবে এবার টানা বৃষ্টির কারণে এমনিতেই নদীর জলস্তর বেড়ে গিয়েছে। আর তার মধ্যে যেভাবে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে বিপদজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এলাকাবাসী রীতিমত অসহায় হয়ে পড়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার সাংসদ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্লাবিত এলাকায় পৌঁছে গিয়ে মানুষের মন কিছুটা হলেও জয় করে নিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।