প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বর্তমানে গোটা দেশের রাজনৈতিক মানচিত্রের সিংহভাগই যে গেরুয়াময় হয়ে গিয়েছে, তা নতুন করে বলতে হবে না। একমাত্র ব্যতিক্রম এই বাংলা। বাংলা গেরুয়াময় হয়ে গেলে বিজেপির দীর্ঘদিনের প্রত্যাশা যে পূরণ হবে, সেটা সকলেই জানেন। তাই এবার বিজেপির টার্গেট বঙ্গ বিজয়। এমন অনেক রাজ্য ছিলো, যেখানে বিজেপির জয়লাভের কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু সেখানেও বিজেপি বিপুল মার্জিন নিয়ে জয় পেয়ে ক্ষমতায় এসেছে। এমনকি গতকাল মহারাষ্ট্র পৌরসভার নির্বাচনেও জয়জয়কার হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির। আর আজ বাংলা থেকে সেই একের পর এক দুর্ভেদ্য জায়গায় বিজেপির জয়ের কথা তুলে ধরে জেন জি অর্থাৎ নতুন ভোটারদের সমর্থন এবং বিশ্বাস যে বিজেপির প্রতিই রয়েছে, সেই কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আজ বাংলায় একদিকে একাধিক রেল প্রকল্পের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী, আর অন্যদিকে পরিবর্তন সংকল্প সভাতে যোগ দিয়েছিলেন তিনি। তার বক্তব্য শোনার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। আর সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যেখানে বিজেপির জয়ের কোনো সম্ভাবনা ছিল না, সেখানেও যেভাবে বিজেপি জয়লাভ করেছে, সেই তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে বাংলা দখলের জন্য বিজেপি এত প্রত্যাশী হয়ে রয়েছে, সেখানে একের পর এক দুর্ভেদ্য জায়গায় বিজেপির জয়ের বার্তা দিয়ে বাংলাতেও যে আগামী দিনে মানুষের ভরসার জায়গায় আসতে চলেছে বিজেপি, সেই কথা তুলে ধরেন তিনি। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের বিজেপির প্রতি ভরসা এবং সমর্থনের কথা বলতে গিয়েও বড় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এদিন মালদহের সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বলেন, “বিজেপি দেশের সুশাসন এবং বিকাশের নতুন মডেল এনেছে। পুরো জনতা তাদের আশীর্বাদ দিচ্ছে। গতকাল মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। বিজেপি ঐতিহাসিক জয় পেয়েছে। তিরুঅনন্তপুরমে বিজেপির মেয়র হয়েছে। যেখানে বিজেপির ভোট জয় অসম্ভব মনে করা হতো, সেখানেও বিজেপি সমর্থন পাচ্ছে। এর থেকেই স্পষ্ট, জেন জি ভোটাররা বিজেপির ওপর ভরসা করে।”