প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখনই বিপদ দেখেন, যখনই দেখেন যে, তার সরকার চাপে পড়তে চলেছে, তখনই তিনি সমস্ত দোষ কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়ে দেন। বর্তমানে মালদহ এবং মুর্শিদাবাদে ব্যাপক গঙ্গা ভাঙ্গন দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে অবশ্য কেন্দ্রীয় সরকারকেই এই ব্যাপারে দায়ী করা হচ্ছে। যা তারা অন্যান্য ক্ষেত্রেও করে থাকে। এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম দেখতে পাওয়া যাচ্ছে না। সমস্ত দোষ কেন্দ্রীয় সরকারের, তারা গঙ্গা ভাঙ্গনের বিষয়টি দেখছে না বলে দাবি করছে রাজ্যের শাসক শিবির। তবে এবার পাল্টা তথ্য পরিসংখ্যান দিয়ে তৃণমূলের সেই বক্তব্যকে একেবারে উড়িয়ে এই গঙ্গা ভাঙনের জন্য যে মুখ্যমন্ত্রী দায়ী, সেই বিষয়টি উল্লেখ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই মালদহ থেকে শুরু করে মুর্শিদাবাদের ব্যাপক এলাকা গঙ্গা ভাঙনের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। তৃণমূল এই বিষয়টিকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তবে এবার পাল্টা তথ্য, পরিসংখ্যান দিয়ে রাজ্যের দায়িত্ব থাকা সত্ত্বেও রাজ্য কাজ করেনি জন্যেই যে এই গঙ্গা ভাঙ্গন ঘটছে, তা স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন গঙ্গা ভাঙন নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে যে সমস্ত কথা বলা হচ্ছে, সেই বিষয় নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মমতা ব্যানার্জি দায়ী। আমার কাছে কাগজ আছে। ২০১৮ সালে ভারত সরকারের অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের চুক্তি হয়েছিল। ২১ কিলোমিটার এলাকা ফারাক্কা ব্যারেজ করবে, তারা তাদের কাজ করে দিয়েছে। বাকি ৮০ কিলোমিটার এলাকা নদীয়া পর্যন্ত, এটার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার। তারা কাজ করেনি।”