প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আজ ফের ঘোষণা হলো এসআইআরের। বিহারে এসআইআর করার পর অনেকে অনেক কথা বলেছিলেন। বিশেষত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোও এই এসআইআরের বিরোধিতা করতে শুরু করেছিলেন। তবে পশ্চিমবঙ্গ সহ সামনে যে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে এসআইআর হবে কিনা, তা নিয়ে চর্চা ছিল বিভিন্ন মহলে। বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীরা এই এসআইআরের বিরোধিতা করে বক্তব্য রাখতে শুরু করেছিলেন। তবে সেই সমস্ত কিছুকে পাত্তাই না দিয়ে আজ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর নিয়ে করা হলো বড় ঘোষণা।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে যে এসআইআর হতে চলেছে, এই ব্যাপারে সকলেই প্রায় নিশ্চিত ছিলেন। তবে আজ জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের দিকে নজর ছিল সকলের। অবশেষে সেই সাংবাদিক বৈঠক থেকেই কোন কোন রাজ্যে এসআইআর হতে চলেছে, তা জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যেখানে পশ্চিমবঙ্গ সহ মোট ১২ টি রাজ্যে এই এসআইআর হতে চলেছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
এদিন দিল্লিতে বিজ্ঞানভবনে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর সেখানেই এসআইআর নিয়েই বড় আপডেট জানিয়ে দেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ পুদুচেরি এবং আন্দামান নিকোবরের মত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর শুরু হতে চলেছে। স্বাভাবিক ভাবেই বিহারের পর সামনে যে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে এসআইআর হবে কিনা, এই প্রশ্ন অনেকের মধ্যেই ছিল। তবে আজ নির্বাচন কমিশনের এই ঘোষণার মধ্যে দিয়ে সেই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মিটে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।