প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শহর কলকাতায় নিরাপত্তা বলে কিছু যে নেই, তা একের পর এক ঘটনার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে। গুলশান কলোনির ঘটনা নিয়ে এমনিতেই আতঙ্কে ছিলেন শহরের মানুষ। আর যত সময় যাচ্ছে, ততই কলকাতা শহরের নিরাপত্তাহীনতার চিত্রটি স্পষ্ট হয়ে যেতে শুরু করেছে সকলের কাছে। এই রাজ্যের আইন শৃঙ্খলা এমনিতেই তলানিতে ঠেকেছে। তবে শহর কলকাতা কিছুটা হলেও সুরক্ষিত ছিল, এমনটাই সকলে ভেবেছিলেন। কিন্তু সামনেই যখন উৎসবের মরশুম, তার আগেই ফের কলকাতা শহরে চললো গুলি। যেখানে ডিসি বন্দরের কাছে উদ্ধার হলো একটি মৃতদেহ। যে মৃতদেহের কাছ থেকেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে শহর কলকাতা নিরাপত্তার বিষয়টি। আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মত বেশ কিছু ঘটনা লক্ষ্য করা গিয়েছে কলকাতা শহর জুড়ে। গতকাল চারু মার্কেটে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আর আজ ফের মহালয়ার পর দিন কলকাতা শহরে ঘটে গেল শুট আউটের ঘটনা। যার ফলে উৎসবের আগে রীতিমত আতঙ্কে রয়েছেন কলকাতার মানুষ। এভাবেই যদি শহর কলকাতা নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে, তাহলে কিভাবে নিরাপদে থাকবেন সাধারণ নাগরিকরা, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
জানা গিয়েছে, আজ ফের কলকাতায় শুট আউটের ঘটনা ঘটেছে। যেখানে গার্ডেনরিচে গুলি করে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। ইতিমধ্যেই ডিসি বন্দরের অফিসের কাছে ঢিল ছোড়া দূরত্ব একটি দেহ পড়ে থাকতে দেখা যায়। যেখানে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। স্বাভাবিকভাবেই তিনি নিজেই সেই আগ্নেয়াস্ত্র চালিয়ে আত্মঘাতী হয়েছেন, নাকি কেউ তাকে শুট আউট করে সেই আগ্নেয়াস্ত্র সেখানে রেখে পালিয়ে গিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।