প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বিপদ বড় কঠিন জিনিস। কখন কিভাবে কার ক্ষেত্রে আসবে, কেউ আগে থেকে তা বলতে পারে না। সাধারণ মানুষ হোক বা রাজনীতিবিদ, কে কখন কোন বিপদের মুখে পড়বেন, তা কারোরই জানা থাকে না। আজ সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই বিপত্তির মুখে পড়লেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। যেখানে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তিনি। কিন্তু কি হয়েছে?

জানা গিয়েছে, এদিন অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী। কোনো রকমে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এদিন মধ্যপ্রদেশের মন্দসৌরে হট এয়ার বেলুনে চড়েন সেখানকার মুখ্যমন্ত্রী মোহন যাদব। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়। যার ফলে তড়িঘড়ি সেই হট এয়ার বেলুন থেকে নামানো হয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। স্বাভাবিকভাবেই অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত হট এয়ার বেলুনের ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই। কখন কোন ত্রুটি গত সমস্যার জন্য এখানে বিপদ ঘটে, তা কেউ বলতে পারে না। স্বাভাবিক ভাবেই আজ সেই হট এয়ার বেলুনে চড়তে গিয়েই বিপদের মুখে পড়েন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। যদিও বা মুহূর্তের মধ্যে থাকে নামিয়ে নেওয়ার কারণে প্রাণে রক্ষা পান তিনি।