প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন বিরোধীরা এই রাজ্যে খেলা-মেলা করে বেকার যুবকদের সর্বনাশ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বলে অভিযোগ করতেন বিরোধীরা। কিন্তু এবার সেই খেলা, মেলার বিরুদ্ধেই প্রকাশ্য মঞ্চ থেকে নিজের মত ব্যক্ত করলেন তৃণমূলের বর্ষীয়ান সংসদ সৌগত রায়। সামনেই যখন বিধানসভা নির্বাচন, তখন তৃণমূলের এই দীর্ঘদিনের সাংসদের এই ধরনের মন্তব্য নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। স্বাভাবিকভাবেই বিরোধীরাও বাড়তি হাতিয়ার পেয়ে গিয়েছে। তবে অনেকে আবার খোঁচা দিয়ে বলছেন, সৌগত রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি বুঝতে পেরেছেন যে, এবার তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী। তাই এখন থেকেই হাওয়া বুঝে খেলা ঘোরানোর চেষ্টা করছেন তিনি।
এদিন তৃণমূলের একটি বিজয়া সম্মেলনীর মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ সৌগত রায়। আর সেখানেই তিনি যে মন্তব্য করেন, সেই ভিডিও বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে সৌগত রায়কে বলতে শোনা যাচ্ছে, “যদি কোনো একটা পার্টি খেলা, মেলায় চলে যায় সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায়। খেলা, মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে, পলিটিক্সটা করবে না। আমাদের মনে রাখতে হবে, ছয় মাস পর নির্বাচন। জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য। অন্য কিছু করবেন না।” আর এখানেই পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
তাদের বক্তব্য, একজন জনপ্রতিনিধির তো এই রকম মন্তব্যই হওয়া উচিত। কিন্তু সৌগত রায়ের দল তো এতদিন খেলা, মেলাতেই মন দিয়েছিল। হঠাৎ করে তিনি এখন সুর বদল করছেন কেন? আসলে তিনি বুঝতে পেরেছেন যে, এবার নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী। তাই মানুষের মন পেতে এখন পলিটিক্যাল হওয়ার চেষ্টা করছেন এই তৃণমূল সাংসদ। তবে এই সমস্ত কথা বলে আর চিড়ে ভিজবে না। মানুষ তৃণমূলের আমলে তিতিবিরক্ত হয়ে গিয়েছে। তাই ২৬ এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী বলেই দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।