প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার পরেই এই পদের নির্বাচন নিয়ে শুরু হয় আলাপ আলোচনা। ইতিমধ্যেই এনডিএ থেকে শুরু করে ইন্ডি জোট, দুই পক্ষই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। শাসক শিবিরের পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সিপি রাধাকৃষ্ণনের নাম। অন্যদিকে বিরোধী শিবিরের পক্ষ থেকেও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আর তার মধ্যেই আজ বিরোধীদের টেক্কা দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল শাসক শিবির।
প্রসঙ্গত, সম্প্রতি এনডিএর পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করা হয়। এমনকি বিরোধীদের পক্ষ থেকেও যাতে এই প্রার্থীকে সমর্থন করা হয়, তার জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু বিরোধীরা পাল্টা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর তার মধ্যেই আজ সেই উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এনডিও শিবিরের প্রার্থী নিজের মনোনয়নপত্র জমা দিলেন। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, এদিন কিছুক্ষণ আগেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের ক্ষেত্রে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের নিজের মনোনয়ন পত্র জমা করেন। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্যরা। মূলত, প্রথমেই বিরোধীদের টেক্কা দিয়ে প্রার্থী ঘোষণা করে দিয়েছিল শাসক শিবির। আর এবার মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে থাকলো তারা। তবে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে যে এনডিএ শিবিরের প্রার্থীর জয়লাভ যে কার্যত নিশ্চিত, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।