প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আমাদের সমাজের মধ্যে কি মানবিকতা বোধ হারিয়ে যাচ্ছে? ধীরে ধীরে কি মনুষ্যত্ব হারিয়ে ফেলছি আমরা? কারণ সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা নজরে এসেছে, যা দেখে এই রাজ্যের বুকে খুন, ধর্ষণ থেকে শুরু করে অন্যায় অবিচারের মত ঘটনা যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই রামপুরহাটে একটি জঙ্গল থেকে এক নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। আর এবার কালনায় জলা জমি থেকে উদ্ধার করা হলো খুলি, পাঁজর এবং হাড়। যে দৃশ্য সামনে দেখার পর রীতিমত আঁতকে উঠছেন এলাকাবাসী।
কি ঘটনা ঘটেছে? আজ খবরের শিরোনামে উঠে এসেছে কালনার একটি ঘটনা। যে দৃশ্য সামনে আসার পর সকলেই চিন্তাশীল হয়ে পড়েছেন। যেখানে কালনায় একটি জলাজমি থেকে নর কঙ্কাল উদ্ধার হয়েছে। প্রথমে এলাকার এক ব্যক্তি একটি খুলি পড়ে থাকতে দেখেন। তারপরে দেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন সেই এলাকায়। স্বাভাবিকভাবেই তারপরেই এলাকাবাসীকে খবর দেন তিনি। পরবর্তীতে পুলিশ এসে মাথার খুলি, পাজর এবং হাড় উদ্ধার করে। আর এই ঘটনা সামনে আসার পরেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি কাউকে খুন করে এখানে ফেলে রাখা হয়েছিল?
প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে নিখোঁজ হয়ে যায় অনিকেত রায় নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর যে এলাকা থেকে এই নর কঙ্কাল উদ্ধার হয়েছে তার পাশেই সেই নিখোঁজ অনিকেত রায়ের সাইকেল পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই অনেকের মনেই এই বিষয়ে তৈরি হয়েছে সংশয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে রাজ্যের বুকে রামপুরহাটের পর আবার যেভাবে এক নৃশংস দৃশ্যের সাক্ষী থাকলেন জনগণ, তাতে সমাজে মনুষ্যত্ব কোথাও যেন হারিয়ে যেতে বসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।