প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বার বার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও যখন সেখানে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে, তখন সিসিটিভি পর্যাপ্ত না থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে যে এখনও পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় নেই, তা আবার প্রমাণ হয়ে গেল। যেখানে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর থেকে এক ছাত্রীর অচৈতন্য দেহ উদ্ধার হয়। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এখন বিশ্ববিদ্যালয়ের ভেতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।
প্রসঙ্গত, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলের পাশ থেকে এক ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনা ঘটে। ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া এই ছাত্রী কি করে সেই ঝিলে পড়ে গেলেন, কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা এত হালকা ছিল, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্ত করতে বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছে গিয়েছে পুলিশ। যেখানে কলকাতা পুলিশের সাইন্টিফিক উইং ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ক্যাম্পাসের যে চত্বরে এই ঘটনা ঘটেছে, সেখানে ভিডিওগ্রাফির কাজ শুরু করেছে পুলিশ।
বিশেষজ্ঞরা বলছেন, এত বড় নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান, অথচ তার ভেতরের নিরাপত্তা কেন মজবুত থাকবে না? এর আগেও তো এইরকম একটি ঘটনা ঘটেছিল। যখন এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। তারপর অন্তত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শিক্ষা নিয়ে ভেতরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা উচিত ছিল। কিন্তু এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভেতরে পর্যাপ্ত সিসিটিভি নেই বলে অনেকেই অভিযোগ করছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আবার এক পড়ুয়ার মৃত্যু নানা প্রশ্ন তুলে দিচ্ছে। কি কারণে ঠিক এই পড়ুয়ার মৃত্যু হলো, কেন তিনি ঝিলে পড়ে গেলেন, এখন সেই সমস্ত প্রশ্নের রহস্য উন্মোচনে লালবাজারের এই তদন্ত থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।