প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন সন্দেশখালির এক সময়কার বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহান। তার বিরুদ্ধে বহু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মাঝে বিরোধীরা এমনটাও অভিযোগ করেছিল যে, জেলে থাকলে কি হবে! শেখ শাহজাহান জেলে থেকে বসেই প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। নানা মানুষকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। আর এবার সেই অভিযোগ পেয়েই শেখ শাহজাহানের সন্দেশখালি বাড়িতে পৌঁছে গেল সিবিআই। ঠিক কি ঘটনা ঘটছে? কেন হঠাৎ সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা?
জানা গিয়েছে, এদিন সিবিআইয়ের একটি প্রতিনিধি দল সন্দেশখালিতে পৌঁছে গিয়েছে। যেখানে সন্দেশখালি এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে গিয়েছে একটি প্রতিনিধি দল। পাশাপাশি আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ আখতার নামে এক তৃণমূল নেতার বাড়িতেও পৌঁছে গিয়েছেন তারা। শুধু তাই নয়, শেখ শাহজাহানের মেয়ের বাড়িতেও পৌঁছে গিয়েছে সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, ২০২৪ সালে ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে এসে ইডি আধিকারিকদের এখানে প্রহৃত হতে হয়েছিল। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই যে নতুন তথ্য পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই এবার সিবিআইয়ের এই প্রতিনিধি দল সন্দেশখালিতে পৌঁছে গিয়েছে।
শুধু তাই নয়, শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠেছে আরও মারাত্মক অভিযোগ। যেখানে শেখ শাহজাহান সাক্ষীদের হুমকি এবং ভয় দেখানোর চেষ্টা করছেন বলেও খবর পৌঁছেছে তদন্তকারী আধিকারিকদের কাছে। আর তার ভিত্তিতেই তারা আজ সন্দেশখালি এলাকায় পৌঁছে গিয়েছেন। এছাড়াও তাদের কাছে একাধিক নতুন তথ্য এসে পৌঁছেছে। যার কারণেই তারা গোটা ঘটনার তদন্ত করতে আজ শেখ শাহজাহান, তার ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা এবং তার মেয়ের বাড়িতে পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই সিবিআইয়ের এই পদক্ষেপ এবং গোটা ঘটনার গতিপ্রকৃতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।