প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দীর্ঘ ৩ বছর জেলে ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে তিনি যাওয়ার পর তার সঙ্গে যে দলের একটা দূরত্ব বৃদ্ধি হয়েছিল, এই বিষয়টি প্রায় সকলেরই জানা। বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হতো, পার্থ চট্টোপাধ্যায় তো একা দুর্নীতি করেনি। কিন্তু তিনি জেলে যাওয়ার পর তার পাশ থেকে সরে গিয়ে তাকে বিপদের মুখে ফেলেছে তার দল তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই প্রায় তিন বছর জেলে থাকার পর অবশেষে আজ জেল মুক্তি ঘটেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পদক্ষেপের দিকে তিনি এতদিন যে বন্দিদশার মধ্যে দিন কাটিয়েছেন, তাতে তার এই বিপদের দিনে কে কে তার পাশে ছিলেন, আদৌ দল তার পাশে ছিল কিনা, এইরকম অনেক প্রশ্ন বিভিন্ন মহলে তৈরি হচ্ছে। অনেকে আবার বলছেন, জেল থেকে বেরোনোর পর আসল খেলা শুরু হবে। হয়ত পার্থ চট্টোপাধ্যায় নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে বড় কোনো বার্তা দিতে পারেন। স্বাভাবিকভাবেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কি করবেন, কি বলবেন, এখন সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আর তার মধ্যেই জল্পনা বাড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি।

প্রসঙ্গত, দীর্ঘদিন জেলে থাকার পর অবশেষে আজ বাড়ি ফিরেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। রীতিমত জয়বাংলা স্লোগান দিয়ে তার অনুগামীরা তাকে স্বাগত জানিয়েছেন। বাড়িতে ঢোকার আগে তাকে প্রদীপ দিয়ে বরণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এখন সকলে তাকিয়ে রয়েছেন পার্থবাবুর পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি কি রাজনীতির ময়দানে টিকে থাকবেন? আবার দলীয় রাজনীতির মধ্যে নিজেকে সংযুক্ত করবেন, নাকি এতদিন বিপদের দিনে তার পাশে কারা কারা ছিল, তা দেখে নিজের পরবর্তী পদক্ষেপ ঠিক করে নেবেন! এই সমস্ত চর্চা যখন চলছে, ঠিক তখনই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের একা সংগঠিত করা যে এই বিরাট মাপের দুর্নীতি নয়, এর পেছনে যে আরও অনেকে রয়েছে, এই কথা উল্লেখ করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবার আরও বেশি করে নিজের অবস্থান স্পষ্ট করবেন বলেই আশা প্রকাশ করলেন তিনি। আর এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা যে, তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় এবার তার এতদিনের জেল যাত্রা, যে কারণে সেই দুর্নীতি নিয়ে বড় কোনো তথ্য ফাঁস করে কাউকে চাপে ফেলে দিতে পারেন?

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি হবে, তার মানে এই নয় যে, তিনি অভিযোগ থেকে মুক্ত হয়ে যাবেন। বেল পাওয়ার অধিকার প্রত্যেকের আছে। সেই অনুযায়ী আইন তাকে বিল দিয়েছে। কিন্তু মাছ খায় যে সব পাখিতে, মাছরাঙ্গাটাই কলঙ্কিনী, এটা তো হতে পারে না। আমরা আশা করব, পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে বেরিয়ে এসে প্রকৃত অবস্থান বলবেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন।” আর রাজ্য বিজেপির সভাপতি এই জেলের বাইরে বেরিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত অবস্থান বলবেন বলে যে আশা প্রকাশ মূলক মন্তব্য, এতেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হচ্ছে যে, তাহলে কি পার্থবাবু এবার বড় কোনো পর্দা ফাঁস করতে চলেছেন? জেলমুক্তির পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কি বলেন, সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।