প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল ধর্মতলায় আইএসএফের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী বিল সহ এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ছিল। কিন্তু সেখানে যেভাবে এই রাজ্যের পুলিশ বাধা দান করেছে, তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখিয়েছে আইএসএফ কর্মী সমর্থকরা। যার ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করে। যেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর আসে। আর আজ তাদের আদালতে তোলা হচ্ছে। তবে ব্যাঙ্কশাল আদালতে সেই নওশাদ সিদ্দিকীকে নিয়ে যাওয়ার আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুংকার ছাড়লেন এই আইএসএফ বিধায়ক।
প্রসঙ্গত, গতকাল ধর্মতলায় আইএসএফের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের এই আন্দোলনকে বাধা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে যে চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি দাবি করেন, পুলিশ তাকে বুকে ঘুসি মেরেছে, তিনি অসুস্থ বোধ করছেন। পাশাপাশি এই রাজ্যের শাসক দল যেখানে ওয়াকফ সংশোধনী বিল থেকে শুরু করে এসআইআরের বিরুদ্ধে মত পোষণ করছে, সেখানে তারা আন্দোলন করলে কেন তাদের পুলিশ দিয়ে আটকে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে নওশাদ সিদ্দিকীকে। গতকাল তাকে জোড়াসাঁকো থানায় রাখা হয়েছিল। আর আজ নওশাদ সিদ্দিকি সহ ৯৪ জন, যাদের গ্রেফতার করেছে পুলিশ, তাদের আদালতে তোলা হয়।
এদিন পুলিশের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তবে আদালত কক্ষে প্রবেশের আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধেই সোচ্চার হোন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, “এইভাবে জেলে ঢুকিয়ে আমাদের আন্দোলনকে দমন করা যাবে না। আমাদের এই আন্দোলন চলবে।” এদিকে নওশাদ সিদ্দিকীকে যখন আদালতে তোলা হচ্ছে, তার অনেক আগে থেকেই ব্যাঙ্কশাল আদালতের বাইরে আইএসএফের প্রচুর কর্মী সমর্থকরা জমায়েত হয়েছিলেন। যেখানে তারা নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ স্লোগান দিতে থাকেন। স্বাভাবিকভাবেই ব্যাঙ্কশাল আদালতে নওশাদ সিদ্দিকীকে তোলার পর আদালতের পক্ষ থেকে কি নির্দেশ আসে, সেদিকেই নজর থাকবে সকলের।