প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি নিয়োগ দুর্নীতির ঘটনায় তৃণমূলের বহু নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে। অনেকে জেলের মধ্যে রয়েছেন। আর রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, তার রহস্য উন্মোচনের চেষ্টায় ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কোনো সদুত্তর না পাওয়ায় তারা আদালতে শরণাপন্ন হয়। যেখানে ইডির বিশেষ আদালতের পক্ষ থেকে মন্ত্রীর বিরুদ্ধে সমন জারি করা হয়। যার পরিপ্রেক্ষিতে আজ আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ সিনহা। এমনকি শর্তসাপেক্ষে ১০ হাজার টাকার বন্ডে জামিন পান তিনি। তবে তাকে সাত দিনের হেফাজতে নেওয়ার জন্য ইডির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। যে মামলার শুনানি আগামী ১৬ তারিখ রয়েছে। তবে আপাতত জামিন পাওয়ার কারণে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন রাজ্যের এই মন্ত্রী। আর আদালত থেকে বেরিয়েই বিচার ব্যবস্থা নিয়ে বড় মন্তব্য করলেন তিনি।

প্রসঙ্গত, এদিন আদালত থেকে জামিন পাওয়ার পরেই বাইরে বেরিয়ে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আর তারপরেই সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিচারব্যবস্থার ওপর ভরসা রাখার কথা জানিয়ে দেন রাজ্যের কারামন্ত্রী। তিনি বলেন, “বিচারব্যবস্থার প্রতি আমার ভরসা রয়েছে। আশা করি, সঠিক বিচার পাব।” আর তারপর সাংবাদিকরা তাকে আরও অনেক প্রশ্ন করার চেষ্টা করেন। কিন্তু তিনি সেই কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে গাড়িতে উঠে পড়েন।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপির ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য, তৃণমূল সরকারের আমলে সকলেই কোনো না কোনো দুর্নীতির সঙ্গে জড়িত। একদম ওপরতলা পর্যন্ত প্রত্যেকটি দুর্নীতির টাকার ভাগ পৌঁছেছে। ধীরে ধীরে সেই সমস্ত তথ্য বের হতে শুরু করেছে। আইন আইনের পথেই চলবে। তবে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেই দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।