প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন ক্রমাগত এসআইআরের বিরোধিতা করতে শুরু করেছে। বিভিন্ন নেতারা হুমকি, হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। আর গোটা দেশে যা কিছুই গঠনমূলক হবে, তার বিরোধিতা যখন তৃণমূল কংগ্রেস করে, তখন বুঝে নিতে হবে যে, সেটা দেশের জন্য অত্যন্ত ভালো। এসআইআরের বিরোধিতায় যখন শাসক দল সোচ্চার হচ্ছে, ঠিক তখনই এমনই মন্তব্য করে তৃণমূলের বিরোধিতাকেই প্রশ্নের মুখে ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, এসআইআর হওয়ার ফলে তৃণমূলের যে ক্ষমতায় টিকে থাকা অত্যন্ত সমস্যা হয়ে দাঁড়াবে, তা বুঝতে পারছে শাসকদল। আর সেই কারণেই অবৈধ ভোটব্যাংক নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তারা এখন এসআইআরকে আটকানোর জন্য সবরকম চেষ্টা করছে। তবে কোনোভাবেই যখন এসআইআরকে আটকানো গেল না, তখন তার বিরোধিতা করে এবার রাস্তায় নামার পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই বিষয়ে প্রশ্ন করতেই রাজ্যের শাসক দলের এই বিরোধিতা প্রমাণ করে দিচ্ছে যে, দেশের জন্য এসআইআর অত্যন্ত ভালো বিষয় বলেই জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।
এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভয়ংকর চাপে রয়েছে। তা না হলে দেখুন, বিহারে হয়ে গেল। কিছুটা বিরোধিতা করেছিল কংগ্রেস, রাহুল গান্ধী। তারপরে মনে পড়লো যে, ১২ বার এসআইআর হয়েছে। আর প্রত্যেকবার কংগ্রেসের নেতৃত্বেই হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই, সব সমস্যা পশ্চিমবঙ্গে। কারণ, এখানে তৃণমূল আছে। আমি তো উল্টো বলি। যে জিনিসের বিরোধিতা পশ্চিমবঙ্গের সরকার বা পার্টি করবে, সেটা দেশের জন্য ভালো। এসআইআর হবেই। পশ্চিমবঙ্গের মানুষ নিজের স্বার্থে এসআইআর করবেন।”