প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে কতটা আক্রমণ শানান, সেদিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। নজর রেখেছিলেন বিজেপি কর্মীরাও। আর প্রধানমন্ত্রী গতকাল দমদমের সভা থেকে যে সমস্ত বক্তব্য রেখেছেন, তাতেই স্পষ্ট যে, এবার কেন্দ্রীয় বিজেপিও মন থেকে চাইছে, বাংলা থেকে তৃণমূল সরকার সরে যাক। আর সেই কারণেই অলআউট তৃণমূলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, গতকাল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে বিজেপির সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিষয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের একটা বড় অংশ মনে করেন, তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় আছে, ততদিন রাজ্যে কিছুই হবে না। রাজ্য কোনোমতেই উন্নতির মুখ দেখতে পারবে না। আর পরিবর্তনকামী সিংহভাগ মানুষের মনের সেই কথাই প্রকাশ্য সভা থেকে তুলে ধরলেন দেশের প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “ক্রাইম এবং কোরাপশন, টিএমসি সরকারের পরিচিতি। এটা পাকা যে, যতদিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে, ততদিন বাংলায় উন্নয়ন থমকে থাকবে। তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে।” বিশেষজ্ঞরা বলছেন, দেশের উন্নয়ন যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলার উন্নয়ন সেদিক থেকে থমকে রয়েছে। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একটা বড় অংশ খুব ভালো মতই জানে যে, তৃণমূলকে বিদায় না দিলে এই উন্নয়ন ত্বরান্বিত হবে না। তাই এবার সেই কথা তুলে ধরেই তৃণমূলের বিদায়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।