প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে তৃণমূলের বেশ কিছু নেতা আছেন, যারা কথায় কথায় হুমকি, হুঁশিয়ারি দিয়ে বসেন। যার মধ্যে অন্যতম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এসআইআরের বিরুদ্ধে মন্তব্য করার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতাকেও হুশিয়ারি দিয়েছেন তিনি। আর এবার তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই মন্ত্রীকে নিজের গড় দিনহাটাতেই হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার ফলে জমজমাট হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।
ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে, তৃণমূলের নেতা নেত্রীরা এসআইআরের ভয়ে বিরোধী নেতাদের হুমকি, হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। আর তার মাঝেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন। আর সেই বিষয়ে প্রশ্ন করতেই পাল্টা রাজ্যের এই মন্ত্রীকে চিন্তায় ফেলে দিলেন বিরোধী দলনেতা। উদয়ন গুহকে কাগুজে বাঘ বলে আক্রমণ করলেন তিনি। এক্ষেত্রে রাজ্যের এই মন্ত্রী যে শুধুমাত্র মুখেই বড় বড় কথা বলেন, কাজে যে তিনি কিছুই করতে পারেন না, এমনকি আগামী নির্বাচনেও যে তাকে হারিয়ে দেখাবে বিজেপি, সেকথাও জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
এদিন উদয়ন গুহকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “ওসব কাগুজে বাঘদের দেখা আছে। ওর মালিককে হারিয়েছি। ওকেও দিনহাটাতে হারাব। ও তো ২১ র সাধারণ নির্বাচনে নিশীথের কাছে হেরেছে। পরে ছাপ্পা মেরে উপনির্বাচনে জিতেছে। বড় বড় কথা বলে। দুবার হেরেছে। অশোক মন্ডলের কাছে একবার হেরেছে, আর একবার নিশীথ প্রামাণিকের কাছে হেরেছে। ওকে এবার হারের হ্যাটট্রিক করাবো।”