প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি উত্তরবঙ্গে ত্রাণকার্যে গিয়ে হামলার মুখোমুখি হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যেখানে খগেন মুর্মুকে রীতিমত রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। তার আঘাত এতটাই গুরুতর যে, তার শারীরিক পরিস্থিতি নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়েছেন। একজন সাংসদ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যদি এইভাবে হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুনিশ্চিত থাকবে এই রাজ্যে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তার মাঝেই সেই খগেন মুর্মু কেমন আছেন, তা জানার জন্য উদগ্রীব রয়েছেন রাজ্যবাসী‌। অবশেষে সেই সংক্রান্ত খবরই আপনাদের সামনে নিয়ে এলাম আমরা।

প্রসঙ্গত, সম্প্রতি উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে, তাতে মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু তাদের ব্যাপক হেনস্থা করা হয়। শুধু তাই নয়, তাদের এমনভাবে হামলা করা হয় যে, রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায় খগেনবাবুকে। পরবর্তীতে তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গোটা বিষয়ের সমালোচনা করেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর তার মাঝেই খগেন মুর্মুর আঘাত যে অত্যন্ত গুরুতর এবং তাকে যে এখনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না, তা নিয়ে সামনে এলো বড় খবর।

জানা গিয়েছে, বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। যেখানে তার সঙ্গে বিজেপি নেতৃত্বরাও দেখা করতে আসছেন ঠিকই। কিন্তু তিনি আঘাত গুরুতর থাকায় সেভাবে কথাও বলতে পারছেন না। চিকিৎসকদের পক্ষ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে এখনই এই বিজেপি সাংসদকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। এক্ষেত্রে আরও বেশ কিছুদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। কেননা তার চোখের নীচে যে আঘাত লেগেছে, তা অত্যন্ত গুরুতর বলেই মনে করছেন চিকিৎসকরা। যার ফলে আপাতত হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না উত্তর মালদহের বিজেপি সাংসদ। তবে কবে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য দিকে দিকে তাঁর আরোগ্য কামনায় চলছে প্রার্থনা।