প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। কারণ সেখানে আইপ্যাক মামলার শুনানি ছিলো। যেভাবে আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে করে নিয়ে যান এবং তারপর সেখান থেকে তিনি বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন, তার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে। অনেকেই বলতে শুরু করেছিলেন, কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে না? আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সহ একাধিক পুলিশ কর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সেই মামলার শুনানিতে বেশ কিছু বক্তব্য উঠে আসে। আর সেখানেই যে কথা আদালত বলে দিলো, তাতে আগামী দিনে এর সঠিক উত্তর পাওয়া গেলে সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও তাদের কথা জানানো হয়েছে। তবে দুই পক্ষের বক্তব্য শোনার পর বড় নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। যেখানে মামলার সঙ্গে যারা জড়িত, সেই সমস্ত পক্ষকে নোটিশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, যে তৃণমূলের পক্ষ থেকে ক্রমাগত বলা হচ্ছে যে, ভোট এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সক্রিয় হয় এবং তার ফলস্বরূপ তারা এবার তল্লাশি চালিয়েছে, সেক্ষেত্রেও মূল প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে দেশের শীর্ষ আদালত।

সূত্রের খবর, এদিন আদালতের পক্ষ থেকে এই মামলার শুনানিতে বড় বক্তব্য জানানো হয়। শীর্ষ আদালতের পক্ষ থেকে দুই বিচারপতির বেঞ্চ বলেন, “এই মামলায় একটি অত্যন্ত গুরুতরূপ প্রশ্ন উঠে এসেছে। সেই প্রশ্নটি হলো, ইডি বা অন্য কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে রাজ্য সরকারের সংস্থাগুলি হস্তক্ষেপ করতে পারে কিনা। এই বিষয়টি সুপ্রিম কোর্টের খতিয়ে দেখা জরুরি।” অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তল্লাশি চালাচ্ছে বা তারা তাদের মত করে কাজ করছে, তখন তাদের বেশ কিছু আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর এসেছে। স্বাভাবিকভাবেই রাজ্যের সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে নাক গলাতে পারে কিনা এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে কিনা, এই বিষয়টি এবার খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী দিনে সেই ব্যাপারে আদালত কি জানায়, সেদিকেই নজর থাকবে সকলের।