প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যারা শাসক দলের চুনোপুটি নেতা, তারা নিজেদের মহান ভাবতে শুরু করেছেন। তারা ভাবতে শুরু করেছেন যে, তাদের আইনটাই শেষ আইন। এক্ষেত্রে তারা অন্যায় করবেন, তারা পুলিশকে ধমক দেবেন, তারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাবেন, অথচ সবকিছু এই রাজ্যের বুকে সহ্য করে নেওয়া হবে। কারণ তারা তৃণমূল করেন। আর এটাই তাদের সাত খুন মাপের মত বিষয়। কিন্তু রাজ্যজুড়ে এখন সাধারণ মানুষ তৃণমূল নেতাদের ভয়ে আর মুখ বন্ধ করে রাখছেন না। তারাও এখন প্রতিবাদ করতে শুরু করেছেন তৃণমূলের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে। তাই বাধ্য হয়েই চাপের মুখে পড়তেই এবং রাজ্যজুড়ে গোটা ঘটনায় শোরগোল হতেই এবার রেফারিকে লাথি মারার ঘটনায় গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা রাজা খান।

কি ঘটনা ঘটেছে? গতকালই মেদিনীপুর থেকে একটি ভয়ংকর ঘটনার খবর আসে। যেখানে দেখতে পাওয়া যায় যে, মেদিনীপুরের খেলার মাঠে রেফারিকে লাথি মারছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের ভাইপো রাজা খান। ইতিমধ্যেই এই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। যেখানে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এমনকি গোটা রাজ্যজুড়ে দাবি উঠতে শুরু করেছিল যে, খেলার মাঠে তৃণমূল নেতার এই দাদাগিরির বিরুদ্ধে কি পুলিশ আদৌ কোনো পদক্ষেপ নেবে? নাকি এক্ষেত্রেও তৃণমূল নেতা বলেই তাকে ছাড় দেওয়া হবে?

আর এই সমস্ত প্রশ্নের মাঝেই অবশেষে আজ সেই তৃণমূল নেতা রাজা খানকে গ্রেফতার করে পুলিশ। যার ফলে অনেকেই বলছেন, পুলিশ হয়তো রাজ্যজুড়ে এইভাবে গোটা ঘটনায় আওয়াজ না উঠলে পদক্ষেপে নিত না। যেভাবে শুভেন্দু অধিকারী গোটা ঘটনার ভিডিও পোস্ট করেছেন, তাতে ক্রীড়া প্রেমী মানুষদের মনেও একটা আঘাত লেগেছে। তারাও প্রশ্ন তুলতে শুরু করেছেন যে, এরপরেও কি ছাড় পেয়ে যাবেন এই ব্যক্তি? শুধুমাত্র তৃণমূল নেতা বলেই কি তাকে মাফ করে দেওয়া হবে? স্বাভাবিকভাবেই পুলিশ অবশেষে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করায় কিছুটা হলেও খুশি ক্রীড়াপ্রেমী জনসাধারণ।