প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় অনুব্রত মণ্ডলের দাপটে বীরভূম জেলায় বাঘে গরুতে একসাথে জল খেত। তবে দীর্ঘদিন জেলে থাকার পর জেল থেকে ফিরে এসে সেই ভাবে তাকে আর হুমকি হুশিয়ারি দিতে দেখা যায়নি। কিন্তু কিছুদিন আগেই সেই অনুব্রত মণ্ডলের গলায় ফের হুঁশিয়ার শোনা গিয়েছে। যেখানে ভয়ংকর খেলা হবে বলে ফের আগেকার মত মন্তব্য করতে শুরু করেছেন তিনি। মাঝে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে, এই অনুব্রত মণ্ডলের দাপাদাপি কমে গিয়েছে। কারণ তিনি তিহারের জেল খেটে এসেছেন। তিনি বুঝতে পেরেছেন যে, জেলে থাকার যন্ত্রণাটা কি। তাই এখন তিনি আর আগেকার মত হুমকি দিচ্ছেন না। কিন্তু সম্প্রতি ফের তিনি যে ভয়ংকর খেলা হবে বলে মন্তব্য করেছিলেন, আজ বীরভূমের মাটি থেকে তার পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বীরভূমের অনুব্রত মণ্ডল একসময় ভোট এলেই হুমকি, হুশিয়ার দিতেন। যা নিয়ে খবরে বিভিন্ন সময় চর্চা হতো। তবে জেল থেকে ফিরে আসার পর সেইভাবে তার আর গরমাগরম বক্তব্য শুনতে পাওয়া যেত না। যার ফলে শুভেন্দু অধিকারী মাঝেমধ্যেই বলতেন যে, অনুব্রত মণ্ডল টাইট হয়ে গিয়েছেন। কিন্তু সম্প্রতি তিনি ফের যে ভয়ংকর খোলা হবে বলে মন্তব্য করেছিলেন, এবার তার পাল্টা জবাব দিতে গিয়ে অনুব্রত মণ্ডলকে রীতিমত সমঝে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন বীরভূমের পরিবর্তন সংকল্প যাত্রায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই অনুব্রত মণ্ডলের ফের এই “খেলা হবে” মন্তব্যের জবাব দেন তিনি। শুভেন্দুবাবু বলেন, “কয়েকদিন আগে বুলি ফুটেছে। মাঝে মুখটা বন্ধ ছিলো। বলছে, খেলা হবে, ভয়ংকর খেলা হবে। আমিও বলে যাচ্ছি, যুবভারতীতে মেসির মত উল্টো খেলাটাও এবারের ভোটে হবে।”