প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ কলকাতায় বড় কর্মসূচি করতে পথে নামছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বর্তমানে যখন এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে বারবার বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, বাংলায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, ঠিক তখনই বহু বছর আগের রক্তাক্ত অধ্যায়কে স্মরণ করে কলেজ স্কোয়ার থেকে মিছিল করতে চলেছেন বিরোধী দলনেতা। আজকের দিনে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বহুদিন পেরিয়ে গেলেও, আজকের দিনকে স্মরণ করে বড় কর্মসূচি নিয়েছে বিজেপি।

বলা বাহুল্য, বিগত ১৯৪৬ সালে আজকের দিন অর্থাৎ ১৬ আগস্ট কলকাতায় ভয়ংকর ঘটনা ঘটে। যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয় এবং প্রচুর হিন্দুকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনার দিনটিকে স্মরণে রেখেই আজকের দিনকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস বলে বড় কর্মসূচি নিয়েছে বিজেপি। কিছুক্ষণের মধ্যেই কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল শুরু হবে। যে মিছিলে পা মেলাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতা কর্মীরা।

বিশেষজ্ঞরা বলছেন, আজকের দিনে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচির রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে বাধ্য। কেননা এমনিতেই পশ্চিমবঙ্গের বুকে এখন হিন্দুরা নিরাপদ নয় বলে মাঝেমধ্যেই অভিযোগ করছেন শুভেন্দুবাবু। আর তার মধ্যেই এবার দ্যা গ্রেট ক্যালকাটা কিলিংসের ঘটনাকে স্মরণ করে যেভাবে হিন্দুদের ওপরে একসময় নির্যাতন হয়েছিল, তার কথা তুলে ধরতে পথে নামছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা কর্মীরা, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে বর্তমান সময়ে শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে উপস্থিত থাকার পর কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।