প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-
১৯৪৬ সালের আজকের দিনে অর্থাৎ ১৬ আগস্ট কলকাতার বুকে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। যেখানে বিভীষিকাময় দাঙ্গায় প্রচুর হিন্দুদের প্রাণ গিয়েছিল। যে দিনটিকে দ্য গ্রেট কলকাতা কিলিংস হিসেবেই অনেকে দাবি করেন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ পদযাত্রা শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই পদযাত্রায় হিন্দু সন্ন্যাসী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি চোখে পড়ার মত।

প্রসঙ্গত, আজ কলেজ স্কোয়ার থেকে বিগত ১৯৪৬ সালের আজকের দিনে যে ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। কলেজ স্কোয়ার থেকে তার মিছিল করার কথা ছিল। অবশেষে কিছুক্ষণ আগেই সেই মিছিল শুরু হয়েছে। যেখানে প্রচুর হিন্দু সন্ন্যাসীকেও সামিল হতে দেখা যাচ্ছে। মূলত, সেদিনের ঘটনার প্রতিবাদ করে যে সমস্ত হিন্দুদের প্রাণ গিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে হিন্দুদের সুরক্ষার দাবি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। একাংশ বলছেন, এমনিতেই এই রাজ্যে হিন্দুরা নিরাপদ নয় বলে মাঝেমধ্যেই দাবি করে রাজ্যের বিরোধী দল বিজেপি। আর সেই জায়গায় দাঁড়িয়ে দ্য গ্রেট কলকাতা কিলিংসের ঘটনাকে স্মরণ করে শুভেন্দু অধিকারীর এইভাবে আজকে রাজপথে নামা শাসক দলকে যথেষ্ট চাপে রাখবে বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, বর্তমানে পশ্চিমবঙ্গে মালদহ, মুর্শিদাবাদ থেকে শুরু করে মহেশতলার ঘটনা সকলেই দেখেছেন। প্রত্যেকটি ঘটনাতেই হিন্দুদের চ্যালেঞ্জ জানানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে রাজ্যের মুখ্যমন্ত্রী “খেলা হবে” স্লোগান দেন, সেখানে প্রতিনিয়ত হিন্দুদের সঙ্গেই এইরকম অত্যাচারের মধ্যে দিয়ে খেলা হচ্ছে বলে কটাক্ষ করেছেন তিনি। আর আজ দ্যা গ্রেট কলকাতা কিলিংসের ঘটনায় তার প্রতিবাদে নামা বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।