প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল রাত থেকেই কলকাতায় মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়েছে। আর আজ সকাল থেকেই দেখা যায় গোটা কলকাতা জলমগ্ন। শুধু তাই নয়, ভয়াবহ এই দুর্যোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন। তবে বিরোধীরা অবশ্য কলকাতা পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের বক্তব্য, পৌরসভার গাফিলতির জন্যই এবং নিকাশি ব্যবস্থার বেহাল পরিস্থিতির জন্যই সামান্য বৃষ্টিতেই কলকাতায় এতটা জল জমে যায়। এবারেও বৃষ্টি হয়ত কিছুটা বেশি হয়েছে। কিন্তু পৌরসভার নিকাশি ব্যবস্থা যদি ঠিক থাকত, তাহলে এত ভয়াবহ পরিস্থিতি হতো না বলেই দাবি করছেন তারা। তবে এসবের মধ্যেই কলকাতার এই মেঘভাঙ্গা বৃষ্টি নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল রাত থেকে কলকাতায় যে টানা পাঁচ ঘন্টা বৃষ্টি হয়েছে, তাতে গোটা কলকাতা এখন জলের তলায়। উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা, যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন। অনেক ট্রেন বাতিল হয়েছে এমনকি রাস্তায় যান চলাচলও সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। যার ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মুখে পড়েছেন। এমনকি পূজা উদ্যোক্তাদের মাথাতেও হাত পড়ে গিয়েছে। আর সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়েই এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আসলে এই ধরনের বৃষ্টি কোনোদিনই হয়নি। এটা একপ্রকার অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাবেন দেরাদুন থেকে শুরু করে উত্তরাখন্ড থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে বিহার থেকে শুরু করে, চারিদিকে এমন বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টিটা হচ্ছে, তখন কেউ আর আটকাতে পারছে না। প্রকৃতির বাঁধ ভেঙে যাচ্ছে। কলকাতায় প্রচন্ড দুর্যোগ হয়েছে। পুরো মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়েছে।” অর্থাৎ গতকাল থেকে যে টানা বৃষ্টি হয়েছে শহর কলকাতায় এবং তার ফলে যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, তার পরিপ্রেক্ষিতে এমন বৃষ্টি আগে তিনি দেখেননি বলেই মন্তব্য করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।