প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে সাধারণ মানুষের বিন্দুমাত্র নিরাপত্তা নেই। পুলিশ অপরাধীদের পক্ষ নেয় বলে অভিযোগ করে বিরোধীরা। মাঝেমধ্যেই বিরোধীদের সেই অভিযোগকে সত্যি করে পুলিশের এমন কিছু পদক্ষেপ দেখা যায়, যার ফলে তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। আর এই পরিস্থিতিতে এবার রাতের শহরের নিরাপত্তা নিয়ে ফের উঠে গেল বড়সড় প্রশ্ন। যেখানে সেক্টর ফাইভে পানশালার সামনে কয়েকজন মদ্যপ যুবক যেভাবে এক গাড়ি চালক সহ অন্যান্যদের ওপর তান্ডব চালালেন, তাতে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ। কি ঘটনা ঘটেছে?

বলা বাহুল্য, মাঝেমধ্যেই শহর কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে দেখা যায়। রাতের শহরে সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলা কেউ নিরাপদ নয় বলে দাবি করে বিরোধীরা। আর তার মধ্যেই গত রবিবার রাত্রি ২ টা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভে পানশালার সামনে কিছু মদ্যপ যুবক তাণ্ডব চালাতে শুরু করে। যেখানে একটি গাড়ি বারবার করে হর্ন দিলেও তারা শোনেনি। পরবর্তীতে সেই গাড়ির চালক এবং তার সঙ্গীদের মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি সেই গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেন সেই মদ্যপ যুবকরা।

ইতিমধ্যেই আক্রান্ত সেই গাড়ির চালক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বা পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার না করায় উঠতে শুরু করেছে প্রশ্ন। পাশাপাশি রাত্রি ২ টার সময় কেন পানশালা খোলা ছিল, সেই বিষয়েও সোচ্চার হতে শুরু করেছেন একাংশ। সকলের একটাই প্রশ্ন, কেন এখনও পর্যন্ত এই মত্ত যুবকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারলো না পুলিশ? এভাবেই যদি সবকিছু চলতে থাকে, তাহলে রাতের শহরে সাধারণের নিরাপত্তা কোথায়, সেই বিষয়েও উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। সব মিলিয়ে পানশালার সামনে মত্ত যুবকের তান্ডবের পরিপ্রেক্ষিতে কবে অ্যাকশন নেয় পুলিশ, সেদিকেই নজর থাকবে সকলের।