প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই সরকারের আমলে যখনই কোনো দুর্নীতি এবং অব্যবস্থার চিত্র সামনে আসবে, তখনই তারা বিষয়টিকে ঘুরিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় চাপাবেন বা এমন কিছু বলে ফেলবেন, যা হাস্যরসাত্মক পরিবেশের সৃষ্টি করে। বর্তমানে বৃষ্টির জন্য গোটা কলকাতার অনেক এলাকা জলের তলায় চলে গিয়েছে। সাধারণ মানুষ প্রচন্ড দুর্ভোগের মধ্যে রয়েছেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে কলকাতাকে লন্ডন বানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই লন্ডনের এখন কি অবস্থা, তা গোটা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। সোচ্চার হচ্ছে বিরোধীরাও। আর তার মধ্যেই কলকাতায় যে জলমগ্ন অবস্থা, সেই নিয়ে বলতে গিয়ে এমন এক মন্তব্য করে বসলেন মেয়র ববি হাকিম, যার ফলে পাল্টা তাকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে বিরোধী দলগুলো।

প্রসঙ্গত, কলকাতায় বিভিন্ন এলাকার রাস্তা বর্তমানে বৃষ্টির জলে তলায় চলে গিয়েছে। পথ চলতে গিয়ে রীতিমত বিরক্ত সাধারণ মানুষ। পৌরসভার পরিকাঠামো নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। আর সেই বিষয় নিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে “আমরা ম্যাজিক জানি না” বলে মন্তব্য করে বসলেন মেয়র ববি হাকিম। পাশাপাশি কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, এইরকম অনুযোগের সুরও শোনা গেল তার গলায়। ঠিক কি বলেছেন কলকাতা পৌরসভার মেয়র?

এদিন ববি হাকিম বলেন, “বৃষ্টি কমার ৫ ঘন্টা পরে কলকাতার কোনো এলাকায় জল নেই। আমহার্ট স্ট্রিটের জল আজকে নয়, নেতাজী নিজে ওখানে গিয়েছিলেন। সেই জল আমি বলছি, পরের বছর থেকে আর জমবে না। আমরা ম্যাজিক করতে পারি না। পাম্পিং স্টেশনগুলিতে অনেক টাকা লাগে। কেন্দ্রীয় সরকার দেয় না। আমাদের নিজেদের টাকা যোগাড় করে করে করতে হয়।”

আর মেয়রের এই মন্তব্যের পরেই তাকে চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন বলে আক্রমণ করতে শুরু করেছে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহল। তাদের বক্তব্য, ম্যাজিক না জানলেও দুর্নীতি খুব ভালো করেই করতে জানে তৃণমূলের নেতারা। বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে, পরের বছর থেকে আর জল জমবে না। কিন্তু প্রত্যেকবার বর্ষায় জমা জলে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে শহরের মানুষকে। যে কলকাতাকে লন্ডন বানানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সেই কলকাতা জলের তলায় চলে গিয়েছে। আর এই দৃশ্য গর্বের কলকাতার মাথা হেট করে দিচ্ছে। যার জন্য সম্পূর্ণভাবে তৃণমূল সরকার এবং তাদের অপদার্থ প্রশাসনের ব্যর্থতাই প্রধানভাবে দায়ী বলেই দাবি গেরুয়া শিবিরের।