প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই কোচবিহারের দিনহাটার খাগড়াবাড়িতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটে। আর সেই সময়ই বিরোধী দলনেতা জানিয়ে দিয়েছিলেন যে, উদয়ন গুহর নেতৃত্বেই হামলা হয়েছে, তাই কাউকে তিনি ছেড়ে কথা বলবেন না। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে যে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছিল, সেখানে শুভেন্দু অধিকারীর তরফে যে ব্যক্তির বিরুদ্ধে মূল অভিযোগ, সেই মন্ত্রী উদয়ন গুহর নাম এফআইআরে নেই। আর সেই বিষয়টি দেখেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা।
বলা বাহুল্য, গত ৫ আগস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটে। কোচবিহারের খাগড়াবাড়িতে এই হামলার ঘটনার পরেই রীতিমত সোচ্চার হন শুভেন্দুবাবু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, এই গোটা ঘটনার সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জড়িত। তবে আশ্চর্য জনকভাবে শুভেন্দুবাবু লক্ষ্য করছেন যে, পুলিশের পক্ষ থেকে যে এফআইআর হয়েছে, সেখানে তিনি যে ব্যক্তির বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ করছেন, সেই মন্ত্রী উদয়ন গুহর নাম এফআইআরে নেই। আর তা দেখার পরেই এই রাজ্যের পুলিশ গোটা বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে বলেই গর্জে উঠেছেন বিরোধী দলনেতা।
সূত্রের খবর, এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী। যেখানে গত ৫ আগস্ট তার কনভয়ে হামলার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। শুভেন্দু অধিকারী লেখেন, “৫ আগস্ট উদয়ন গুহর নির্দেশে তার গুন্ডারা আমার গাড়িতে হামলা চালায়। পশ্চিমবঙ্গ পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করে। পুলিশ একটি স্বতঃ প্রণোদিত এফআইআর দায়ের করে। যেখানে উদয়ন গুহর নাম বাদ দেওয়া হয়েছে। আমি অপরাধীদের এত সহজে পার পেতে দেব না। তাদের ব্যাখ্যা দিতে হবে, কেন উদয়ন গুহর নাম বাদ দেওয়া হয়েছে!” স্বাভাবিকভাবেই মন্ত্রী বলেই কি উদয়ন গুহর নাম এফআইআরে রাখার সাহস পায়নি পুলিশ? সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে। তবে শুভেন্দু অধিকারী যে এর শেষ দেখে ছাড়বেন, তা তার সোশ্যাল মিডিয়ার এই পোষ্টের মধ্যে দিয়েই স্পষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।