প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পুলিশকে কুকথা কাণ্ডে দীর্ঘদিন ধরেই বিতর্কের শিরোনামে ছিলেন বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তাকে গ্রেপ্তার করা তো দূরের কথা, বরঞ্চ যে রাজ্যের পুলিশ বিরোধীদের সামান্য প্রতিবাদের ফলে সেই বিরোধী দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে কেস দিতে দুবার ভাবে না, সেই পুলিশকে আক্রমণ করার পরেও অনুব্রত মণ্ডলকে কার্যত ছেড়ে রেখে দেওয়া হয়েছিল। যার ফলে বিরোধীরাও প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গিয়েছিল যে, এই রাজ্যের পুলিশ কতটা দলদাসের মতো আচরণ করছে। তবে পুলিশের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে সমস্ত মামলা করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে গতকালই বোলপুর মহকুমা আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এই তৃনমূল নেতা। এমনকি জামিনের আবেদন করেন তিনি। আর সেই ঘটনায় এবার পাল্টা অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, গতকালই অনুব্রত মণ্ডল পুলিশকে কুকথা কাণ্ডে বোলপুর মহকুমা আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। এমনকি নিজের জামিনের আবেদন করেন তিনি। আর সেই ব্যাপারেই প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সমালোচনায় ভরিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্ষকদের নেত্রী বলে সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে সোচ্চার হন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
জানা গিয়েছে, গতকাল রাজ্যপালের শরণাপন্ন হন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। রাজ্যের শিক্ষার পরিস্থিতি নিয়ে ডেপুটেশন দেন তারা। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হলে অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে সাংবাদিকরা শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জামিন পাবেন তো। মাথায় অক্সিজেন কম যায়। পিসির ভাই। ১৮ জন সিকিউরিটি দিয়েছে। এসআরডিএর চেয়ারম্যান। উনি পাবেন না তো কে পাবেন! ধর্ষকদের নেত্রী কে, মমতা ছাড়া আবার কে!”