প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের দিকে দিকে দুর্নীতি অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি করতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন ইস্যু নিয়ে তিনি রাজ্যের শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মতুয়া এবং নমঃশূদ্রদের ভোট না পাওয়া নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন। যার ফলে মতুয়ারা অপমানিত হয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে মতুয়ারা রাজপথেও নেমেছিল। আর একবার তৃণমূল সাংদের এই বক্তব্যের প্রতিবাদ সহ রাজ্যের দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে কৃষ্ণনগরে পদযাত্রায় শামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে, মতুয়া এবং নমঃশূদ্রদের যেভাবে মহুয়া মৈত্র অপমান করেছেন, তার বিরুদ্ধে তিনি কৃষ্ণনগরে কর্মসূচি করবেন। আর সেই মতই আজ প্রচুর মানুষের উপস্থিতিতে প্রথমে একটি পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সেই পদযাত্রার আয়োজন করা হয়। যেখানে মতুয়াদের তৃণমূল সাংসদ অপমান করেছেন, তার বিরুদ্ধে স্লোগান পর্যন্ত উঠতে দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের কোনো খুঁত পেলেই তড়িঘড়ি সেই বিষয়টিকে হাতিয়ার করে প্রতিবাদ সংগঠিত করে ফেলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব থেকে বেশি যদি তৃণমূলের কোনো সাংসদ থেকে শুরু করে নেতা নেত্রীরা হিন্দু সম্প্রদায় সম্পর্কে কোনো বিতর্কিত মন্তব্য করে বসেন, তাহলে তাকে হাতিয়ার করে শাসকের ভোটব্যাঙ্কে থাবা বসানোর চেষ্টা করছেন বিরোধী দলনেতা। আর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের কিছুদিন আগে যে মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে এমনিতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল‌। আর এবার রাজ্যের চুরি, দুর্নীতির পাশাপাশি মহুয়া মৈত্রের মতুয়া এবং নমঃশূদ্রদের উদ্দেশ্য করে যে মন্তব্য, তার বিরুদ্ধে কৃষ্ণনগরেই বিরাট প্রতিবাদ পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা। যা নিঃসন্দেহে শাসকের কাছে অত্যন্ত চাপের কারণ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।