প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ টি রাজ্যে এসআইআর হচ্ছে। কোথাও তেমন কোনো বিরোধিতা নেই। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করে পথে নেমেছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসআইআর ফর্ম গেলেও তিনি আবার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, যতক্ষণ না রাজ্যের সমস্ত মানুষ এই ফর্ম ফিলাপ করছেন, ততক্ষণ তিনি এই ফর্ম পূরণ করবেন না। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন এবং সাংবিধানিক সংস্থার যে নির্দেশ, তাকে প্রতিমুহূর্তে চ্যালেঞ্জ জানাচ্ছেন এবং লঙ্ঘন করছেন বলেই দাবি করছে বিরোধীরা। তবে সাধারণ মানুষকে নির্বাচন কমিশনের এই নির্দেশ পালন করার বার্তা দিয়ে তার কাছে এসআইআর সংক্রান্ত ফর্ম পৌঁছে যাওয়ার পরেই তা পূরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এসআইআর হয়। এবারেও পশ্চিমবঙ্গে সেই এসআইআর হচ্ছে। কিন্তু প্রথম থেকেই এর বিরোধিতা করতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি দাবি করছে, তৃণমূল খুব ভালো মতই জানে, এসআইআর হলে অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। আর তার আতঙ্কেই তাদের এত বিরোধিতা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীও তার বাড়িতে ফর্ম গেলেও, তিনি সেই ফর্ম যতক্ষণ না রাজ্যের সমস্ত মানুষ ফিলাপ করছেন, ততক্ষণ ফিলাপ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে একজন ভোটার হিসেবে নির্বাচন কমিশনের এই নির্দেশ পালন করা যে সকলের দায়িত্ব এবং কর্তব্য, তা স্মরণ করিয়ে দিয়ে এসআইআর ফর্ম আসার সাথে সাথেই তা পূরণ করে রাজ্যবাসীকে বড় বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে হাতে একটি এসআইআর ফর্ম নিয়ে তা পূরণ করে জনসাধারণকে বড় বার্তা দেন তিনি। যেখানে শুভেন্দুবাবু লেখেন, “আমি নন্দীগ্রামে নন্দনায়কবাড় ৭৯ নম্বর বুথের ভোটার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি এনুমারেশন ফর্মটি পেয়েছি। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফর্মটি পূরণ করলাম। রাজ্যের সহ নাগরিকদের বলব, আপনারাও এনুমারেশন ফর্ম পূরণ করুন এবং SIR সুষ্ঠভাবে সম্পন্ন করতে জাতীয় নির্বাচন কমিশনকে সহায়তা করুন।”