প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল আবারও এক তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রীর অচৈতন্য দেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। বারবার করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধরনের ঘটনা কেন ঘটছে, তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এবার সেই বিষয় নিয়েই মুখ খুলে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন কৃষ্ণনগরের প্রতিবাদ সভায় যোগ দেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকরা তাকে যাদবপুরের ঘটনা নিয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে বসেন। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, যতদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে, ততদিন এই ধরনের খুন এবং মৃত্যুর ঘটনা ঘটতেই থাকবে রাজ্যে। অর্থাৎ এই রাজ্যে যে সমস্ত অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য সরাসরি নিজের বক্তব্যের মধ্যে দিয়ে যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুলিশ মন্ত্রীকেই দায়ী করে বসলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু বলেন, “মমতা ব্যানার্জি যতদিন থাকবেন, ততদিন সাধারণ বাড়ির ছেলেমেয়েরা ওখানে পড়তে এসে খুন হবেন। এর আগে রানাঘাটে একটি ছেলে স্বপ্নদ্বীপের হত্যার এখনও বিচার হয়নি।” বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দুবাবু এই রাজ্যে এখন আইনশৃঙ্খলার অবনতি থেকে শুরু করে কোনো ঘটনা ঘটলেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বসছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতার বুকে একটি নাম শিক্ষা প্রতিষ্ঠান। তার অভ্যন্তরে কেন নিরাপত্তা ব্যবস্থা জোরালো হবে না, কেন এই রাজ্যের প্রশাসন পদক্ষেপ নেবে না, সেটা একটা বড় প্রশ্ন বিরোধীদের মধ্যে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় সেই প্রশাসনের অপদার্থতাকেই দায়ী রাজ্যকে রীতিমত ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।