প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যে সমস্ত কাণ্ডকলাপ হচ্ছে, যেভাবে আইনের শাসন ধ্বংস হয়েছে, যেভাবে মহিলাদের নিরাপত্তা কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছে, তাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার করে এই বার্তা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে গিয়েছে আরও এক ভয়াবহ ঘটনা। যেখানে বাইরে বেরিয়ে খাবার আনতে যাওয়ার সময় সেই তরুণী চিকিৎসককে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে গোটা রাজ্যজুড়ে আরও বেশি করে প্রতিবাদে নামতে শুরু করেছেন বিরোধীরা। তাদের একটাই বক্তব্য, এই সরকারকে না সরালে নারী নিরাপত্তা সুনিশ্চিত হবে না। তবে সকলের মধ্যে একটাই প্রশ্ন যে, কিভাবে এই সরকারকে বিদায় জানানো যাবে? কারণ দিনের শেষে তো কিছু ভোট বেশি পেয়ে আবার তারা ক্ষমতায় চলে আসে। তবে এবার সেই ফর্মুলাই বাতলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা নিয়ে নিন্দায় সড়ক হচ্ছেন সকলে তবে শুধুমাত্র বাড়িতে বসে যে প্রতিবাদ করলে হবে না এবার যে রাস্তায় নেমে প্রতিবাদ করার সময় এসেছে সেই কথাই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আরজিকরের ঘটনার পর সমাজের সর্বস্তরের প্রতিবাদের ঝড় উঠেছিল কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি তবে যতদিন এই রাজ্যের তৃণমূল সরকার আছে ততদিন মহিলাদের নিরাপত্তা বলে কিছু থাকবে না বারবার করে এই কথা তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এবার মা বোনেদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উত্তরপ্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের কথা তুলে ধরে নয়া প্ল্যান দিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

এদিন বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই নারী নির্যাতন নিয়ে সোচ্চার হন তিনি। শুভেন্দুবাবু বলেন, “মা বোন কন্যারা জোট বেঁধে পশ্চিমবঙ্গের এই দলদাসে পরিণত হওয়া পুলিশকে, মমতার দলদাসে পরিণত হওয়া পুলিশকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে সরাতে হবে। ফর্মুলা একটাই উত্তরপ্রদেশ, ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু, ফর্মুলা একটাই, হেমন্ত বিশ্বশর্মা, ফর্মুলা একটাই দেবেন্দ্র ফড়নবীশ। জমা নাও, খরচ করো।” অর্থাৎ শুভেন্দু অধিকারী এই সমস্ত রাজ্যের কথা তুলে ধরে সেখানে নারী নিরাপত্তা বিঘ্নি হলে যে সাথে সাথেই তাদের শায়েস্তা করা হয়, সেই কথা তুলে ধরে প্রতিবাদকে আরও সপ্তমে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন। আর এক্ষেত্রে মা-বোনেদের, সর্বোপরি মাতৃশক্তিদের প্রতিবাদ যে আরও জোরালো হওয়া প্রয়োজন, সেই বার্তাই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।