প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্রমাগত দাবি করছেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবে। আর অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সেই এসআইআরে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে বাংলায় আগুন জ্বলবে বলে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। আর এই সমস্ত কিছুর মধ্যেই এবার সেই এসআইআর সম্পর্কে বলতে গিয়ে খড়্গপুরের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করে রীতিমত বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা। ২৬ এর বিধানসভা নির্বাচনকে ফাইনাল বলে, তার আগে এসআইআরের মধ্যে দিয়ে ভুয়ো অবৈধ এবং মৃত ভোটারদের বাদ দেওয়াটা সেমিফাইনাল বলে আখ্যা দিলেন তিনি।
এদিন খড়্গপুরে বিজেপির পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মেলনীর মঞ্চে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই এসআইআরের পক্ষে আবারও গর্জে ওঠেন তিনি। পাশাপাশি এই এসআইআর হলে যে তৃণমূলের অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, সেই বিষয়টিও স্পষ্ট করে দেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এসআইআরের মধ্যে দিয়ে অবৈধ বাংলাদেশি এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়াই যে প্রধান কর্তব্য, সেকথাও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী।
খড়গপুরের প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “মা দুর্গা অসুর নিধন করেছিলেন। আজকে বাংলায় তৃণমূল রুপী, মমতা রুপী এই অসুরদের নিধন করতে গেলে ২৬ এর ফাইনাল নির্বাচনের আগে এসআইআরের সেমিফাইনালের নির্বাচনে মৃত, ভুয়ো এবং বাংলাদেশের মুসলমান, একটা নামও রাখতে দেওয়া যাবে না।” অর্থাৎ বিধানসভা নির্বাচনে বিজেপি তখনই সাফল্য পাবে, যখন এসআইআরে ভালো করে এই সমস্ত অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। তাই দলীয় কর্মীদের সামনে প্রকাশ্য মঞ্চ থেকে যাতে সঠিকভাবে এসআইআর হয় এবং ভোটার তালিকায় কোনো অবৈধ ভোটারের নাম না থাকে, সেই দিকেই নজর দেওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।