প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৫ এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কল্পতরু ঘোষণা করে বা বিভিন্ন প্রকল্পের ঘোষণা করে চেষ্টা করছেন, যাতে মানুষের মন জয় করা যায়। কিন্তু এতদিন ধরে তার সরকার যে সমস্ত কাজ করেছে এবং যেভাবে এই রাজ্যের বুকে দুর্নীতি করেছে, তাতে মানুষ অনেক যন্ত্রণা সহ্য করেছে। তাই এই সমস্ত প্রকল্প নিয়ে এসে বা নতুন নতুন প্রকল্পের সূচনা করে তৃণমূল কংগ্রেস মানুষের মনে জায়গা করে নিতে পারবে না বলেই দাবি করছে বিরোধীরা। আর এসবের মধ্যেই আজ থেকে রাজ্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা “আমার পাড়া, আমার সমাধান” প্রকল্প। যেখানে বিভিন্ন ক্যাম্প করে মানুষকে সুবিধে প্রদানের কথা বলা হচ্ছে। আর সেই রকমই একটি ক্যাম্পে গিয়ে জনতার বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক।

বলা বাহুল্য, আজ থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধান প্রকল্প। যেখানে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মানুষের যে সমস্ত অসুবিধে রয়েছে তা লিপিবদ্ধ করা হচ্ছে এবং সেই সমস্যার সমাধান করা হবে বলেই খবর। তবে এতদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন যে, তার সরকারের আমলে সমস্ত কাজ হয়ে গিয়েছে, কোনো কাজ বাকি নেই। এবার তার সেই দাবিই রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়ে গেল এই আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে। যেখানে পশ্চিম মেদিনীপুরে ডেবরার ভবানীপুরে একটি ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়লেন স্থানীয় তৃণমূল বিধায়ক।

জানা গিয়েছে, এদিন পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভবানীপুরে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের একটি ক্যাম্প করা হয়। যেখানে পৌঁছে যান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর সেখানেই সাধারণ মানুষ বিধায়ককে উদ্দেশ্য করে প্রশ্ন তুলতে শুরু করেন। সাধারণ বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা খারাপ রয়েছে। কিন্তু এই এলাকায় রাস্তা সারাইয়ের কাজ করা হয়নি। তাই বিধায়ককে দেখে সেই ক্যাম্পেই নিজেদের ক্ষোভ উগড়ে দেন তারা। এদিকে এই ঘটনার পরেই শাসকের বিরুদ্ধে রীতিমত সোচ্চার হয়েছে বিরোধীরা।

বিজেপির দাবি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেন, রাজ্যে নাকি সমস্ত উন্নয়ন হয়ে গিয়েছে। তাহলে সাধারণ মানুষ বিক্ষোভ করছেন কেন? আমার পাড়া আমার সমাধান ক্যাম্প করে তিনি ভেবেছিলেন, মানুষের ক্ষোভকে সামাল দেবেন। কিন্তু সেই ক্যাম্পেই যেভাবে তৃণমূলের জনপ্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়ছেন, তাতেই স্পষ্ট যে, ২০২৬-এ তৃণমূলকে কেউ আর ক্ষমতায় দেখতে চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই নতুন নতুন প্রকল্প এনে মানুষের মন জয় করার চেষ্টা করুন না কেন, তৃণমূল বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে বলেই দাবি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের।