প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে এমনিতেই আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। তবে শিক্ষা পরিস্থিতিকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে এই রাজ্যের সরকার, তাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড়সড় বিপদ অপেক্ষা করছে বলে এই আশঙ্কা করছেন বিশিষ্টজনেরা। আর তার মধ্যেই অতীতে কোনোদিন যা হয়নি, এবার তাই হতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে। যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল তিন মাস আগে প্রকাশ হলেও, এখনও পর্যন্ত সরকারি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়নি। অন্যদিকে জয়েন্ট এন্ট্রান্সের ফল পর্যন্ত প্রকাশ হয়নি এই রাজ্যে। আর এর পেছনে দুটি ভয়ংকর কারণ উল্লেখ করে পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বলা বাহুল্য, গতকালই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের ১৫ জন সদস্য রাজ্যপালের দরবারে গিয়ে উপস্থিত হন। আর সেখানেই তারা রাজ্যপালের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন। শুভেন্দুবাবু সহ বিজেপি বিধায়কদের দাবি, উচ্চ মাধ্যমিকের ফলাফল তিন মাস আগে প্রকাশ হলেও এখনও পর্যন্ত কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। আর এর পেছনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাতে একটু কোটি কোটি টাকা উপার্জন করতে পারে, তার জন্য এই রাজ্যের সরকার চেষ্টা করছে বলেই অভিযোগ বিরোধী দলের বিধায়কদের। পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ না করায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। তারাও চিন্তিত যে, কবে এই ফলাফল প্রকাশ হবে! তবে এর পেছনেও ভয়ংকর কারণ উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দুবাবুর দাবি, জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা ৭৬ টি মুসলিম সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করতে চায়। আর সেই কারণেই এখনও পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশ করা হয়নি। আর রাজ্যের এই সমস্ত মনোভাবের কারণেই সব থেকে বেশি চাপে পড়ছেন সাধারণ ছাত্রছাত্রীরা। তাই বাধ্য হয়েই রাজ্যপালের কাছে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ডেপুটেশন জমা দিলেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই শুভেন্দু বাবু সহ বিরোধীদলের পক্ষ থেকে এই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে রাজ্যপালের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।