প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এত দিন ধরে অনেকেই ভাবছিলেন যে, বাংলায় তৃণমূল সরকার এত দুর্নীতি করার পরেও, বিজেপির ওপর এত অত্যাচার করার পরেও কেন্দ্রীয় নেতৃত্ব সজাগ হচ্ছে না কেন? তারা বাংলা নিয়ে সিরিয়াস হচ্ছে না কেন, যখন সামনে বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে? তবে সাম্প্রতিককালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একের পর এক পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে, বাংলা নিয়ে তারা কতটা সিরিয়াস! পশ্চিমবঙ্গের বুকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতা নেত্রীরা ক্রমাগত এসআইআর নিয়ে এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের হেনস্থা করা নিয়ে সোচ্চার হচ্ছেন, দলকে প্রতিবাদ করার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই এবার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে চাপে ফেলতে কৌশল তৈরি করে ফেললো কেন্দ্রীয় বিজেপি? আজ দিল্লিতে যে বৈঠক হতে চলেছে, তা ঘিরে রাজনৈতিক মহলে ক্রমশ পারদ চড়তে শুরু করেছে।

জানা গিয়েছে, আজই বাংলা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে দিল্লিতে বাংলার সমস্ত বিজেপি সাংসদদের নিয়ে একটি বৈঠক করবেন তিনি। আর সেই বৈঠকেই আগামী দিনের রূপরেখা বাতলে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মূলত, যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামছেন, বাংলা ও বাঙালিকে হেনস্থা করার অভিযোগ তুলছেন, তার পাল্টা কিভাবে এই যুক্তিকে খন্ডন করে মোকাবিলা করা যায়, তা নিয়েই রণকৌশল তৈরি করে দিতে পারেন অমিত শাহ বলেই মনে করা হচ্ছে। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গেরুয়া শিবিরের কাছে।

বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যতই লাফালাফি করুন, এবার আর কোনো লাভ হবে না। বাংলা ও বাঙালিকে হেনস্থা করার যে সমস্ত কথা তিনি বলছেন, তা একেবারেই মিথ্যা। শুধুমাত্র ভোট পাওয়ার জন্যই এই সমস্ত অপপ্রচার করছেন তিনি। তবে এবার কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালো করেই বাংলার দিকে নজর রেখেছে। আজকের এই বৈঠক বিজেপির সমস্ত স্তরের নেতা কর্মীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামী দিনে তৃণমূল সরকারকে উৎখাত করতে যে নির্দেশিকা অমিত শাহ দেবেন, তাতে ২০২৬-এ বিজেপির নবান্ন দখল করা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই দাবি পদ্ম শিবিরের।