প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝেমধ্যেই দাবি করেন, তার সরকার নাকি বাংলার উন্নয়নে সব থেকে বেশি পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি মুখ্যমন্ত্রীর মুখ থেকে মাঝেমধ্যেই শোনা যায় এগিয়ে বাংলার কথা। কিন্তু সেই এগিয়ে বাংলার কি করুন দশা রাজ্যের মানুষ উপলব্ধি করছেন, তা তারা পরোতে পরোতে বুঝতে পারছেন। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের বেহাল দশার জন্য মাঝেমধ্যেই বাঁশের ডুলি তৈরি করে অনেক সময় মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গিয়েছে। আর এবার প্রবল বৃষ্টির জেরে জমা জলে ভেলা করে হাসপাতালে নিয়ে যেতে হলো আরও এক রোগীকে। যে চিত্র সামনে আসতেই রীতিমত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাধের এগিয়ে বাংলা মডেল নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের জোয়ার, সেই উন্নয়নের জোয়ার নিয়েই একটি চিত্র সামনে আসতেই রীতিমত সোচ্চার হয়েছে বিরোধীরা। যেখানে বাদুড়িয়ায় একটি করুন ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যাচ্ছে যে, এক মুমূর্ষ রোগী, যিনি জ্বরে প্রবল আক্রান্ত, তাকে কলকাতার হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য জমা জলের মধ্যে দিয়ে ভেলা করে সেই রোগীকে শুইয়ে নিয়ে যাচ্ছেন তার আত্মীয় পরিজনেরা। আর সেই ভিডিও সামনে আসতেই রাজ্যের সড়ক ব্যবস্থার উন্নয়ন নিয়ে সরকারকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, এটাই কি মুখ্যমন্ত্রীর এগিয়ে বাংলা মডেল?
বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, এই রাজ্যে উন্নয়ন বলতে কিছুই হয়নি। রাস্তা তৈরির নাম করে সমস্ত কাটমানি তৃণমূল নেতাদের পকেটে চলে যায়। ফলে মানুষকে প্রবল যন্ত্রণা সহ্য করতে হয়। সামান্য চিকিৎসার জন্য যে রাস্তা যাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় সম্বল, সেই রাস্তায় যাওয়ার জন্য ভেলায় করে রোগীকে নিয়ে যেতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে এগিয়ে বাংলা নিয়ে বড়াই করেন? এই সরকারের দ্বারা উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী দিনে এদেরকে বিসর্জন না দিলে রাজ্যের মানুষ পরিত্রাণ পাবে না বলেই দাবি গেরুয়া শিবিরের।