প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর নির্বাচনের আগে বাংলায় ভোটার তালিকায় সংশোধনী প্রক্রিয়া হবে, কি হবে না, এটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গতকাল এবং আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা মঞ্চ থেকে সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন। বিজেপির বন্ডেড লেবার বলেও কটাক্ষ করেছেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন তৈরি হয়েছিল যে, এবার নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে? আর এই সমস্ত প্রশ্নের মাঝেই বাংলায় যে এসআইআর হওয়া নিয়ে এত আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের, এবার সেই এসআইআর করা নিয়েই জাতীয় নির্বাচন কমিশনকে নিজেদের যাবতীয় প্রস্তুতির কথা জানিয়ে দিল রাজ্যের সিইও দপ্তর। যার ফলে অনেকেই বলছেন যে, রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পর এবার জাতীয় নির্বাচন কমিশন বাংলায় এসআইআর করার ব্যাপারে নিজেদের যাবতীয় প্রক্রিয়া শুরু করে দেবে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের সিইও দপ্তরের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। সমস্ত জেলা থেকে তথ্য সংগ্রহ করে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই রিপোর্ট জমা দিয়েছে রাজ্যের সিইও দপ্তর। বলা বাহুল্য, ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যে এসআইআর জারি করা নিয়ে প্রস্তুতির কথা জানতে চাওয়া হয়েছিল। আর সেই প্রস্তুতি যে একেবারে সম্পন্ন হয়ে গিয়েছে এবং তারা যে এই ব্যাপারে প্রস্তুত, তা জানিয়ে দিল সিইও দপ্তর। স্বাভাবিকভাবেই এখন রাজ্যে এসআইআরের বিজ্ঞপ্তি জারি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
আর এই খবর সামনে আসার সাথে সাথেই বিশেষজ্ঞরা বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা এবার শেষের মুখে। তিনি ভেবেছিলেন, হুমকি দিয়ে অতীতের মত এবারও তিনি চেষ্টা করবেন, তার কথামতই যেন সবকিছু হয়। কিন্তু এবার নির্বাচন কমিশন বিহারের মত বাংলাতেও যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী প্রক্রিয়া করেই ছাড়বে, তা হয়ত মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারেননি। তাই হুমকি, হুঁশিয়ারি দিয়ে তিনি ভয় দেখানোর চেষ্টা করছিলেন। কিন্তু তার ভয়ের কাছে যে কেউ মাথা নত করে না এবং বাংলায় ভোটের তালিকায় দুধ এবং জল যেভাবে মিশে রয়েছে, তাতে সেগুলোকে আলাদা করাই যে নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব, তা স্পষ্ট হয়ে গেল। যেভাবে রাজ্যের সিইও দপ্তরের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো যে, রাজ্যে এসআইআরের ব্যাপারে তারা প্রস্তুত, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যে বড়সড় দুর্যোগ আসতে চলেছে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক সমালোচকরা।