প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছিল। যার ফলে যারা চাকরি হারিয়েছিলেন, তাদের মধ্যে রীতিমত হাহাকার পড়ে গিয়েছিল। ইতিমধ্যেই এসএসসির শিক্ষকদের মধ্যে যে অযোগ্যের তালিকা, তা প্রকাশ করেছে। তবে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিহারাদের ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। ইতিমধ্যেই সেই সমস্ত ব্যাক্তিদের জন্য ভাতার ঘোষণা করেছিল রাজ্য সরকার। যার পরিপ্রেক্ষিতে আদালত তাতে স্থগিতাদেশ দিয়েছিল। আর এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়লো।
বলা বাহুল্য, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল হয়েছে। তবে যারা চাকরি হারিয়েছেন, তাদের নিয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছিল রাজ্য সরকার। গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরিহারাদের জন্য ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে সেই বিষয়টি নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। মামলা হয় কলকাতা হাইকোর্টে। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত এর আগে ভাতা দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। আর এবার সেই মেয়াদ আরও বাড়লো।
জানা গিয়েছে, এদিন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বড় নির্দেশ দেওয়া হয়েছে। মূলত, গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতার ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তার মেয়াদ আরও বৃদ্ধি হয়। যেখানে আগামী ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ভাতা দেওয়া যাবে না বলেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বাভাবিক ভাবেই আদালতের এই নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা দেওয়ার যে স্বপ্ন, তাতে কার্যত জল পড়ে গেল। যার ফলে চরম অস্বস্তিতে পড়ে গেল রাজ্য সরকার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।