প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে এসআইআর হওয়ার পর থেকেই বিভিন্ন মহলের গুঞ্জন চলছে যে, অনেক হিন্দুদেরও নাম বাদ যেতে পারে। এক্ষেত্রে মতুয়াদের নাম সব থেকে বেশি বাদ যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। এমনকি তৃণমূলের পক্ষ থেকে মতুয়াদের ভুল বোঝানোর চেষ্টা শুরু হয়েছে যে, বিজেপি তাদের বিপাকে ফেলার চেষ্টা করছে। তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তবে তৃণমূল যখন এই সমস্ত দাবি করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, ঠিক তখনই শাসক দলের ঘুম কেড়ে নিয়ে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বড় গ্যারান্টি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইতিমধ্যেই এসআইআরের আতঙ্কে তৃণমূল যে অত্যন্ত ভীত হয়ে পড়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিজেপি খুব নিশ্চিত যে, এই এসআইআর সঠিকভাবে হলে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। আর এতেই তৃণমূলের আতঙ্ক আরও বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে মতুয়াদের মধ্যে একটা প্রচার করার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল যে, এসআইআর করে বিজেপি মতুয়াদের সর্বনাশ করছে, তাদের নাগরিকত্ব বাদ দেওয়ার চক্রান্ত করছে। তবে তাদের সেই প্রচারে একেবারে জল ঢেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তিনি বলেন, “মতুয়াদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছেন, তারা ভারতবর্ষের নাগরিক। এটা বিজেপির প্রতিশ্রুতি। তাদের কেউ ক্ষতি করতে পারবে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না।”