প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বেটিং অ্যাপ মামলায় গতকাল তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দীর্ঘক্ষন ধরে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধ্যা পেরিয়ে গেলেও তাকে যখন জেরা করার প্রক্রিয়া চলছিল, তখন অনেকের মধ্যেই একটা গুঞ্জন তৈরি হয়। তাহলে কি আজকে বড় কোনো পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? কেননা এই বেটিং এক মামলায় ইডির কাছে একাধিক তথ্য এসে পৌঁছেছে। তারা আশঙ্কা করছে যে, এই টাকা বিদেশে যেতে পারে। সেক্ষেত্রে যাদের নাম এখানে জড়িয়েছে, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তাদের কি ভূমিকা ছিল, তা জেনে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর আজ বাংলার আরও এক অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করেছে ইডি।
প্রসঙ্গত, গতকালই যখন মিমি চক্রবর্তী ইডির দপ্তরে যায়, সেই সময় থেকেই নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি তৃণমূল বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও এই ব্যাপারে কটাক্ষ করতে শুরু করে। তারা বলতে শুরু করেন যে, তৃণমূল মানেই তো চোর। সেক্ষেত্রে সেই দলের সঙ্গে যারা জড়িত, তারা যে সাধু হয়ে থাকবে, এই গ্যারান্টি কোথায়? তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন ডেকেছে, তখন নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। সঠিক তথ্য দিয়ে থাকলে চিন্তার কোনো কারণ নেই মিমি চক্রবর্তীর। তবে সকাল ১১ টায় তিনি ইডি দপ্তরে ঢোকার পর দীর্ঘক্ষণ ধরে তাকে জেরা করা হয়। প্রায় ৯ ঘণ্টা ধরে তাকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে রাত্রি আটটা নাগাদ বাইরে বেরিয়ে আসেন মিমি চক্রবর্তী। আর আজ সেখানে হাজিরা দেওয়ার কথা ছিল বাংলার আরও এক অভিনেতা অঙ্কুশ হাজরার। তিনি কি করেন, সেদিকে নজর ছিল সকলের। অবশেষে আজ ইডি দপ্তরের বাইরে দেখা গেল এই অভিনেতাকে।
জানা গিয়েছে, এদিন সকাল ১১ টায় ইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল অভিনেতা অঙ্কুশ হাজরাকে। সেই মত তিনি নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে ইডি দপ্তরে পৌঁছে যান। তবে বাইরে আইনজীবীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় এই অভিনেতাকে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিয়ে তিনিও আজ দিল্লিতে ইডি দপ্তরে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই তার কাগজপত্র খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে খবর। এমনকি তাকে জেরা করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তবে গতকাল মিমি চক্রবর্তীকে দীর্ঘক্ষণ জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই আজ অভিনেতা অঙ্কুশ হাজরাকে তারা কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এবং কখন এই অভিনেতা বাইরে বেরিয়ে আসেন, সেদিকেই নজর থাকবে সকলের।