প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলা যে বিজেপির পাখির চোখ, তা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের একের পর এক পদক্ষেপের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। বারবার করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের রাজ্য সফর বুঝিয়ে দিচ্ছে, বাংলা দখল করতে এবার বিজেপি কতটা আগ্রহী। সম্প্রতি একদিকে উত্তরবঙ্গের মালদা এবং অন্যদিকে দক্ষিণবঙ্গের সিঙ্গুরে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পরেই ফের রাজ্য সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রসঙ্গত, বঙ্গ বিজেপির প্রত্যেকটি নেতা নেত্রীরা এখন কেন্দ্রীয় বিজেপির হেভিওয়েট নেতাদের বাংলায় প্রচারের জন্য চাইছেন। আর সেই আঙ্গিকেই বাংলা দখলকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বাংলায় আসছেন। আগামী দিনেও তারা একাধিক সফর করবেন বলেই খবর। আর এই পরিস্থিতিতে চলতি মাসের একদম শেষেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, আগামী ৩১ জানুয়ারি রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে শিলিগুড়িতে যুব সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অর্থাৎ এক মাসের মধ্যেই নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের এই ঘনঘন পশ্চিমবঙ্গে আসার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, এবার বাংলা বিজেপির কতটা নজরে রয়েছে। সেদিক থেকে চলতি মাসেই অমিত শাহের এই বঙ্গ সফরের খবর আসায় রীতিমত উজ্জীবিত গেরুয়া শিবির। তবে বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবার কি বার্তা দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।