প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর আবহে আজ প্রথম রাজ্যে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের দামামা এখনও না বাজলেও মতুয়া গড়ে প্রধানমন্ত্রীর এই সভা থেকে তিনি কি বার্তা দেন, তার দিকে নজর রয়েছে গোটা রাজ্যবাসীর। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, এসআইআরের ফলে প্রচুর মতুয়াদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন সেই মতুয়া গড়ে সভা করবেন, তখন সেই সভায় উপস্থিত হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভায় মানুষের স্বতঃস্ফূর্ততা চোখে পড়ার মত। যেখানে প্রবল জনতার উন্মাদনা রয়েছে। আর তার মধ্যেই তৃণমূল ক্রমশ দাবি করছে যে, প্রধানমন্ত্রী এবার মতুয়াদের সামনে কি জবাব দেবেন? এসআইআরের ফলে তো প্রচুর মতুয়াদের নাম বাদ গিয়েছে। তাদের ভবিষ্যৎ কি, তা নিয়ে তিনি কি বলবেন? তবে তৃণমূল যখন এই সমস্ত কথা বলে মতুয়া সম্প্রদায়ের মনে একটা ভাবনা বিজেপির বিরুদ্ধে প্রবেশ করানোর চেষ্টা করছে, তখন পাল্টা সেই মোদীর সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভায় নির্ধারিত সময় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের পক্ষ থেকে মতুয়াদের সমস্যায় ফেলছে বিজেপি বলে যে সমস্ত কটাক্ষ করা হচ্ছে, তার পাল্টা জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “এখানকার শাসক দল মানেই তো মুসলিম লিগ। ওদেরকে কেউ বিশ্বাস করে না। আর মতুয়া ধর্ম ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন রুখতে, ইসলামিকরণ রুখতে। বাংলাদেশ থেকে এক পোশাকে এরা এসেছে। এরা সকলেই মোদিজীর সঙ্গে রয়েছেন। দেড় বছর আগে লোকসভা ভোটে তা প্রমাণ হয়েছে।”